ইন্টারের হাতে অতিরিক্ত অস্ত্র আছে, বললেন জামারানো

প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে ইন্টার মিলান। ঘরের মাঠে দ্বিতীয় লেগে নামার আগে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী দলটি। তবে এই ম্যাচে নেরাজ্জুরিদের জন্য একটি অতিরিক্ত অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন ইন্টার কিংবদন্তি ইভান জামোরানো। একই সঙ্গে লামিন ইয়ামালকে থামানোর সঠিক উপায় সিমোনে ইনজাগি বের করে ফেলবেন বলে বিশ্বাস করেন তিনি।

আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথ্য দিচ্ছে ইন্টার। ম্যাচটি ছেলের সঙ্গে গ্যালারিতে থেকে উপভোগ করবেন বলে জানান ইন্টার ও চিলির সাবেক স্ট্রাইকার জামোরানো। গাজ্জেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি মনে করি, খুবই খোলা ধাঁচের একটি ম্যাচ হবে। শুধু খেলোয়াড়দের নাম দেখলেই বোঝা যায়, এখানে অনেকেই একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।'

'সত্যি বলতে, কে যাবে ফাইনালে তা এখনো খুব অনিশ্চিত, তবে ইন্টারের কাছে এক অতিরিক্ত শক্তি আছে।'

সেটা কী?

'সান সিরো। আমি এটা বলছি কারণ আমি নিজেই এই মাঠে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। এই স্টেডিয়াম এক অদ্ভুত শক্তি দেয়, যেটা এমন সমানে-সমান লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। অপরদিকে, বার্সেলোনাও দুর্দান্ত ফুটবল খেলে। ফ্লিকের দল পরিণত, যদিও অনেকেই তরুণ। তারা নিজেদের খেলার ধরন বদলাতে জানে,' বলেন জামারানো।

দলের দখলে যারা এগিয়ে থাকবে তারাই ফাইনালে যাবে বলে মনে করেন তিনি, 'ইন্টার ও বার্সেলোনার দর্শন আলাদা, কিন্তু একটি জায়গায় তারা এক – দু'দলই বল পায়ে থাকলে বেশি কার্যকর। ইনজাগির দলকে যত বেশি সম্ভব বল নিজেদের দখলে রাখতে হবে, বার্সেলোনার আত্মবিশ্বাস ভেঙে দিতে হবে। এটা সহজ না, কিন্তু সম্ভবত এটিই হতে পারে ম্যাচের চাবিকাঠি। যে দল বলের ওপর বেশি নিয়ন্ত্রণ রাখবে, তারাই যাবে ফাইনালে।'

তবে এই ম্যাচে প্রথম লেগের মতো অনেক গোল নাও হতে পারে বলে মনে করেন এই চিলিয়ান, 'আমি নিশ্চিত নই, আবারও অনেক গোল হবে কিনা। হয়তো প্রথম লেগের মতো হবে না। কারণ ওই ম্যাচে ইন্টার শুরুর দিকেই গোল করে বসেছিল, যেটা বার্সেলোনাকে আক্রমণাত্মক খেলতে বাধ্য করেছিল।'

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইনজাগি বলেছিলেন, বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল যেন বল না পায়, তা নিশ্চিত করার চেষ্টা করবে ইন্টার। এই প্রসঙ্গে জামোরানো বলেন, 'যদি কোনও বিশ্বমানের খেলোয়াড় নিজের দিনে থাকে, তাকে পুরোপুরি থামানো সম্ভব নয়। কেবল সীমিত করা যায়।'

'আমার বিশ্বাস ইনজাগি উপযুক্ত পন্থা খুঁজে পাবেন। দুটি বিষয় মাথায় আসে — প্রথমত, আগেভাগে বোঝার চেষ্টা করতে হবে; ইয়ামাল যেন আরামে বল না পায়, তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যারা তাকে বল সরবরাহ করে, তাদের আটকে রাখতে হবে, যাতে তার কাছে বল পৌঁছায় কম। তাহলেই সে ম্যাচে প্রভাব ফেলতে পারবে না,' যোগ করেন তিনি।

শেষে জামোরানো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আজ যারা জিতবে, তারাই ৩১ মে ফাইনালে ট্রফি জিতবে — আমি নিশ্চিত।'

উল্লেখ্য, ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল ইন্টার। কিন্তু সেবার হার মানতে হয়েছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে। সর্বশেষ ২০১০ সালে তারা এই শিরোপা জিতেছিল, যখন কোচ ছিলেন হোসে মরিনহো।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

22h ago