প্রিমিয়ার লিগের ২৫ ম্যাচে গোলের রেকর্ড কেইনের

ছবি: এএফপি

আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে টটেনহ্যাম হটস্পারের। তবে তাদের তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন এবারের মৌসুমেও গোলের পর গোল করেই যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে লক্ষ্যভেদ করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী কেইন। আসরের এক মৌসুমে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে গোল করার কীর্তি এখন এককভাবে তার।

ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে চোখ ধাঁধানো গোল করেন কেইন। চলমান ২০২২-২৩ মৌসুমে ৩৭ ম্যাচে এটি তার ২৮তম গোল। গোলগুলো এসেছে ২৫ ম্যাচে। বাকি ১২ ম্যাচে জালের দেখা পাননি। তিনি আছেন এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে। ৩৬ গোল নিয়ে শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।

এতদিন মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিলেন কেইন। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড ২৪ ম্যাচে গোল করেছিলেন। সেবার ৩২ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন সালাহ।

কেইনের রেকর্ডের দিনে অবশ্য ৩-১ গোলে হেরে গেছে টটেনহ্যাম। লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তারা খেই হারিয়ে ফেলে। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান এমবুয়েমো। অন্যটি আসে ইয়োয়ানে ভিসার পা থেকে। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আটে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে রয়েছে ব্রেন্টফোর্ড।

আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কেইনের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ জোরালো। বিগত কয়েক বছর ধরেই চলছে এমন জল্পনা-কল্পনা। তাকে পাওয়ার জন্য প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তার সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় আছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজিও।

গুঞ্জন সত্যি করে কেইন বিদায় নিলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলটি হয়ে থাকবে টটেনহ্যামের মাঠে তার শেষ। এবারের মৌসুমে টটেনহ্যামের আর একটি ম্যাচই বাকি আছে। আগামী ২৮ মে প্রিমিয়ার লিগের ম্যাচে তারা খেলতে নামবে লিডস ইউনাইটেডের মাঠে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago