রিয়ালে বেনজেমার ভবিষ্যৎ নিয়ে যা বললেন আনচেলত্তি

অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল। এর আগে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নানা বিষয়ে কথা বলেছেন আনচেলত্তি।
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে যাওয়ার জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। চুক্তি অনুসারে, আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদে থাকার কথা জানিয়েছেন তিনি। এবার স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে লস ব্লাঙ্কোরা। লা লিগার ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। এর আগে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নানা বিষয়ে কথা বলেছেন আনচেলত্তি।

৩৫ বছর বয়সী বেনজেমার থাকা-না থাকা নিয়ে গতকাল শুক্রবার বর্ষীয়ান ইতালিয়ান কোচ বলেছেন, 'আমি মনে করি, (আগামী মৌসুমে) আমরা একটি ভিন্ন স্কোয়াড পেতে যাচ্ছি। বেশ কিছু খেলোয়াড় আছে যাদের চুক্তি শেষ হতে যাচ্ছে। তবে এটা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোয়াড হবে। আর সেকারণে আমি অনেক রোমাঞ্চিত।'

এমন মন্তব্যে সংশয় তৈরি হওয়ার অবকাশ থাকে। পরবর্তীতে ধোঁয়াশা দূর করেছেন আনচেলত্তি, 'বেনজেমা আগামীকাল (শনিবার) খেলার জন্য তৈরি আছে। সে (চোট থেকে) সেরে উঠেছে। (রিয়ালের সঙ্গে) তার আরও এক বছরের চুক্তি বাকি আছে। এখানে (ক্লাবে সে থাকবে তা নিয়ে) আমাদের কোনো সন্দেহ নেই।'

গত এপ্রিলে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেন ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ী বেনজেমা। অর্থাৎ আগামী ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্নাব্যুতে থাকার কথা রয়েছে তার। তবে সম্প্রতি তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, পরের মৌসুমে তিনি সৌদি লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে খেলার জন্য মনস্থির করেছেন।

সেই দাবি গত বৃহস্পতিবার বাতিল করে দেন বেনজেমা। স্প্যানিশ গণমাধ্যম মার্কার একটি আয়োজনে তিনি বলেন, 'আমাকে কেন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে? আমি রিয়াল মাদ্রিদে আছি। বাস্তবতা সম্পূর্ণ আলাদা ব্যাপার, ইন্টারনেটে যা বলা হয় তা নয়।'

বেনজেমার ওই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে আনচেলত্তি বলেছেন, 'প্রযুক্তি নিয়ে (অনেক সময়) আমার বাজে অনুভূতি হয়। আমিও মনে করি, বাস্তবতা আলাদা বিষয়। গণমাধ্যম অবশ্যই আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের এটাও জানতে হবে তাদের কীভাবে সামলাতে হয়।'

আগামী মৌসুমের জন্য দল গোছানোর কাজও ইতোমধ্যে চালু করেছে রিয়াল। রায়ো ভায়েকানো থেকে ফ্রান গার্সিয়াকে ফেরাতে যাচ্ছে তারা। ২৩ বছর বয়সী লেফট ব্যাক রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠার পর মূল দলেও খেলেছিলেন। ২০২১ সালে তাকে রায়োর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল।

ফ্রানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি করেছেন আনচেলত্তি, 'ফ্রান ফেরত আসছে। তবে আই মুহূর্তে আমি (এসি মিলানে ধারে খেলা মিডফিল্ডার) ব্রাহিম দিয়াজকে (ফেরানো) নিয়ে কথা বলতে চাচ্ছি না।'

টটেনহ্যাম হটস্পারের তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে নিয়ে রিয়ালের আগ্রহের গুঞ্জন চলছে। এই প্রসঙ্গেও মুখ খুলতে রাজী হননি আনচেলত্তি। রেকর্ড চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ বলেছেন, 'কেইন একজন সেরা খেলোয়াড়। কিন্তু সে টটেনহ্যামের খেলোয়াড়। আমাদের তাকে ও টটেনহ্যামকে সম্মান করতে হবে।'

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls sought

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

5h ago