কালো জার্সি পরে খেলল ব্রাজিল, গিনিকে দিল চার গোল

শনিবার রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনিকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে গোল করেন জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র। গিনির হয়ে এক গোল ফেরত দেন সেরহো গিরাসি।
joelinton
ছবি: সিবিএফ

ভিনিসিউস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী অভিযানে প্রতিবাদের আমেজ আনতে ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি পরে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ৪৫ মিনিট কালো জার্সি পরলেও দ্বিতীয়ার্ধে চেনা হলুদে ফেরে তারা। ম্যাচে দাপট দেখিয়ে আফ্রিকার দল গিনিকে চার গোলে উড়িয়ে দেয় রেমন মেনডেজের দল।

শনিবার রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনিকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে গোল করেন জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র। গিনির হয়ে এক গোল ফেরত দেন সেরহো গিরাসি।

গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর গত মার্চে আবার মাঠে নামে তারা। তাতেও আসেনি জয়। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে সেলেসাওরা হেরে যায় ২-১ গোলে। গিনির  বিপক্ষে জয় তাই একদিক থেকে কক্ষে ফেরা রেমন মেনডেজের দলের।

খেলার শুরুতে গিনি বেশ সমান তালে লড়ার আভাস দিয়েছিল। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডদের সুযোগ দিচ্ছিল না। প্রতিরোধ অবশ্য বেশিক্ষণ টেকেনি। ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে কাসেমিরোর চেষ্টা গিনির কিপার ফেরালে ফিরতে বল জালে জড়ান জোয়েলিনতন।

rodrygo

তিন মিনিট পর তীব্র গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ডান কোনা দিয়ে ঢুকে কোনাকোনি শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। খানিক পর ভিনিসিউসের শট অল্পের জন্য বাইরে যায়।

৩৬ মিনিটে এক গোল শোধ করে দেয় গিনি। সতীর্থের কাটব্যাক পেয়ে মার্কিনিয়সদের ফাঁকি দিয়ে লাফিয়ে জলে জড়ান গিরাসি।

বিরতির পর হলুদ জার্সি পরে নেমে আরও দাপট দেখাতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণে কোণঠাসা করে দেয় প্রতিপক্ষকে। ৪৭ মিনিটে লুকাস পাকেতার ফ্রি-কিক থেকে হেডে তিন নম্বর গোল করেন মিলিতাও।

কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর একদম শেষে গিয়ে গোল পান ভিনিসিউস। বক্সের ভেতর মালকম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। ৮৮ মিনিটে তা থেকে চতুর্থ গোল করে ভিনি।

বর্ণবাদের বিপক্ষে অবস্থান জানাতে মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের সফলতম দল।

Comments