আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়: রোনালদো

মঙ্গলবার মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যাবে তার।
Cristiano Ronaldo

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২০ বছরের পথচলায় আরও একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্রিস্তিয়ানো রোনালদো।  মঙ্গলবার মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যাবে তার। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা বললেন, তিনি রেকর্ডের পেছনে কখনই ছুটেননি, বরং রেকর্ডই তার পিছু নিয়েছে।

মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। রোববার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১৯৯তম ম্যাচ খেলেন রোনালদো।

রেইকেভেক নামার আগে সংবাদ সম্মেলনে এমন উপলক্ষে উদ্বেলিত তিনি,  'আমি এখানে আসতে কখনোই হাল ছাড়ি না (পর্তুগালের হয়ে খেলা)। কারণ এটাই আমার স্বপ্ন।'

'২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি।'

বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা সংশয়ে ছিল রোনালদোর। তবে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নিয়ে রোনালদোকে ফেরান। তার অধীনে ৩ ম্যাচ খেলে ৪ গোল দিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।

ইতিহাসের সর্বোচ্চ ১২২টি আন্তর্জাতিক গোলের মালিক ২০০তম ম্যাচও রাঙাতে চান আরেকটি গোল দিয়ে,  'আমি আমার ২০০তম ম্যাচটা গোলদি উদযাপন করতে চাই।'

সর্বোচ্চ গোল, সর্বোচ্চ ম্যাচ খেলাসহ ফুটবলের অনেক রেকর্ডের মালিক রোনালদো প্রায়ই গড়েন নতুন কোন মাইলফলক। তবে ২০০তম ম্যাচের আগে জানালেন, রেকর্ড করা তার লক্ষ্য থাকে না, এসব এমনিতেই পিছু নেয়,  'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি কারণ আমার সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়া আমার প্রেরণারই অংশ।'

Comments