বয়সের চ্যালেঞ্জ পার করে গোল করে চলেছেন রোনালদো

Cristiano Ronaldo

আগের ম্যাচেই অসাধারণ এক ভারসাম্যের পরিসংখ্যানে বসেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে ৩০ বছর হওয়ার আগে ও ৩০ এর পরের গোলসংখ্যা সমান হয়ে গিয়েছিলো তার। এবার নতুন আরেক গোলে ৩০ বছর পরের গোলসংখ্যাকে ছাপিয়ে গেলেন তিনি।

সাধারণত বয়সের সঙ্গে কমে খেলোয়াড়দের ধার, ফিটনেসে দেখা দেয় ঘাটতি, সামগ্রিকভাবে পারফরম্যান্স থাকে পড়তির দিকে। রোনালদোও হয়ত সেরা সময়েই সেই দুর্দান্ত অবস্থায় নেই। তবে ফিটনেসে তার কোন ঘাটতি পড়েনি ফলে এখনো গোল ঠিকই পাচ্ছেন। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেগাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল-নাসের। নাসেরের জয়ে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল পান রোনালদো। এতে পেশাদার ফুটবলে তার গোলসংখ্যা হলো ৯২৭, যার ৪৬৪ অর্থাৎ অধিকাংশ এলো ৩০ বছর বয়স পেরুনোর পর।

এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল এখন ৬ ম্যাচে ৭টি। সব আসর মিলিয়ে চলতি মৌসুমে তিনি ৩২ ম্যাচে করলেন ২৭ গোল। রোনালদোর আরেক গোলে পাওয়া জয় নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পা রাখল তার দল আল-নাসের।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago