গোল করে পর্তুগালকে জিতিয়ে ২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ আরও বেশি স্মরণীয় হয়ে থাকল তার জন্য।
ছবি: এএফপি

ড্রয়ের দিকে এগোতে থাকা লড়াইয়ে পার্থক্য গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট বাকি থাকতে তিনি কাঁপালেন জাল। তাতে আইসল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল। তাই আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ আরও বেশি স্মরণীয় হয়ে থাকল তার জন্য।

মঙ্গলবার রাতে রেকিয়াভিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'জে' গ্রুপে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পর্তুগিজরা। এই ম্যাচে মাঠে নেমেই আরেকটি নতুন রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ছেলেদের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির স্থাপন করেন তিনি।

খেলা শুরুর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি সার্টিফিকেট দিয়ে রোনালদোকে সম্মান জানায়। জাতীয় দলে অভিষেকের ১৯ বছর ৩০৪ দিন পর ২০০তম ম্যাচে মাঠে নামলেন তিনি। ২০০৩ সালের ২০ অগাস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের জার্সিতে প্রথমবার দেখা গিয়েছিল তাকে।

গোটা ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে দাপট দেখায় পর্তুগাল। ফিফা র‍্যাঙ্কিংয়ের নয় নম্বর দলটি প্রতিপক্ষের গোলমুখে ১১টি শট নিয়ে তিনটি রাখে লক্ষ্যে। অন্যদিকে, শেষভাগে ১০ জন নিয়ে খেলা আইসল্যান্ড দুয়েকটি ঝলক দেখিয়েই ক্ষান্ত হয়। গোলমুখে তাদের নেওয়া সাতটি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

৮৯তম মিনিটে অচলাবস্থা ভেঙে জয়সূচক গোল করেন ৩৮ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার এটি ১২৩তম লক্ষ্যভেদ। রাফায়েল গেরেরোর উঁচু করে বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছ থেকে গনসালো ইনাসিও হেড করার পর পেয়ে যান রোনালদো। জোরালো শটে খুব কাছ থেকে আইসল্যান্ডের গোলরক্ষক অ্যালেক্স রানারসনকে পরাস্ত করেন তিনি।

বাছাইয়ে এই নিয়ে চার ম্যাচ খেলে সবকটিতেই জিতল ২০১৬ সালের ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল। রবার্তো মার্তিনেজের শিষ্যরা ১২ পয়েন্ট নিয়ে আছে 'জে' গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান স্লোভাকিয়ার। গোল ব্যবধানে পাঁচে থাকা আইসল্যান্ডের সংগ্রহ চার ম্যাচে ৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago