বলিভিয়ার বিপক্ষে খেলছেন না মেসি

আর্জেন্টিনার একাদশে নেই তিনি। বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি তাকে।
ছবি: এএফপি

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে খেলছেন না লিওনেল মেসি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশে নেই তিনি। বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি তাকে।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে নামছে আর্জেন্টিনা। ভেন্যু বলিভিয়ার রাজধানী লা পাজে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এস্তাদিও হার্নান্দো সিলেস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটায়।

গত শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের নায়ক মেসি ম্যাচ চলাকালেই অস্বস্তি বোধ করছিলেন। তাই নির্ধারিত সময়ের শেষদিকে তাকে বদলি করা হয়। তখন থেকেই বলিভিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ম্যাচের পর ৩৬ বছর বয়সী মেসির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেসবের ফল ইতিবাচক হওয়ায় তিনি দলের সঙ্গে লা পাজে উড়ে গেছেন।

প্রায় ফিট থাকা সত্ত্বেও মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, যেহেতু এত উচ্চতায় খেলা অনেক চ্যালেঞ্জিং, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার বয়স এবং বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ব্যস্ত সূচির কারণে সৃষ্ট ক্লান্তি ভূমিকা রেখেছে।

এই ম্যাচের জন্য আলবিসেলেস্তেরা যে একাদশ বেছে নিয়েছে, সেখানে রয়েছে দুটি পরিবর্তন। ফিরেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও বেনফিকার উইঙ্গার আনহেল দি মারিয়া। ইকুয়েডরের বিপক্ষের বাছাইয়ের প্রথম ম্যাচে খেলা মায়ামির ফরোয়ার্ড মেসির পাশাপাশি বাদ পড়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। তবে লাউতারো বেঞ্চে জায়গা পেয়েছেন।

বলিয়াভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা; আলেক্সিক ম্যাক-আলিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল; নিকোলাস গঞ্জালেজ, হুলিয়ান আলভারেজ, আনহেল দি মারিয়া।

Comments