মেসি অবিরাম জয়ের খোঁজে থাকে: মায়ামি কোচ

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির মধ্যে প্রতিটি ম্যাচই জেতার তীব্র তাড়না রয়েছে বলে জানালেন জেরার্দো 'টাটা' মার্তিনো। ইন্টার মায়ামি কোচের মতে, আর্জেন্টাইন তারকার এমন বৈশিষ্ট্যই তাকে আরও ভালো করার রসদ যোগান দেয়।

গত জুলাইতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে মেসি চুক্তিবদ্ধ হন দুই বছরের জন্য। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের সরব উপস্থিতিতে দলটির পারফরম্যান্স পুরোপুরি পাল্টে গেছে। জয়ের স্বাদ প্রায় ভুলে যেতে বসা মায়ামি নিজেদের সবশেষ ১২ ম্যাচের একটিতেও হারেনি।

মায়ামির জার্সিতে মেসির অভিষেক হয়েছিল গত ২২ জুলাই। লিগস কাপের ওই ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-১ গোলে হারিয়েছিল ক্লাবটি। একদম শেষ সময়ে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেছিলেন ৩৬ বছর বয়সী মেসি। এরপর উড়তে থাকা মেসির ডানায় চড়ে লিগস কাপের শিরোপা জিতে নেয় মায়ামি। তারা নিশ্চিত করেছে ইউএস ওপেন কাপের ফাইনালে খেলাও। মেজর সকার লিগের পয়েন্ট তালিকাতেও (এমএলএস) উন্নতি হয়েছে তাদের। দলটি আর তলানিতে নেই।

মেসি যোগ দেওয়ার পর খেলা ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে মায়ামি। এর মধ্যে তিনটিতে শেষ হাসি হেসেছে টাইব্রেকারে সফল হয়ে। কেবল একটিতে ড্র করেছে তারা। গত ৩১ অগাস্ট এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে তাদের ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে।

সেদিন দল পয়েন্ট হারানোয় মেসি ক্ষিপ্ত হয়েছিলেন, বৃহস্পতিবার আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান মার্তিনো, 'ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লিও দৃশ্যত হতাশ হয়ে পড়েছিল। আমার তাকে বলতে হয়েছিল, "নির্ভার থাকো। আমরা প্রতিটি ম্যাচই জিতব না। ড্র করলেও আমাদের চলবে না। তবে আমাদের উন্নতির উপায় খুঁজে বের করতে হবে।"'

মেসির জয়ের ক্ষুধা নিয়ে মায়ামি কোচ যোগ করেন, 'সে খুবই বিরক্ত ছিল যেন আমরা খেলাটা হেরে গেছি। আমরা এখনও নিজেদেরকে (একটি দল হিসেবে) আবিস্কার করার চেষ্টা করছি। কিন্তু সে অবিরাম জয়ের খোঁজে থাকে এবং সেই মানসিকতা পরিবর্তন করা খুবই কঠিন। আমি সেই মানসিকতা পরিবর্তন করতেও চাই না। এটাই তাকে আরও ভালো করে তোলে।'

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

18m ago