২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে

ছবি: এএফপি

মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলবে। এই ছয়টি দলকে বাছাইপর্বের বাধা পার হতে হবে না।

বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ ৪৮টি দল নিয়ে হতে যাওয়া বিশ্বকাপে ৪২টি দলকে বাছাইপর্ব খেলে মূলপর্বের টিকিট পেতে হবে।

গতকাল বুধবার ফিফা জানিয়েছিল, প্রথমবারের মতো তিনটি মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যৌথভাবে আগামী ২০৩০ বিশ্বকাপের আয়োজক থাকবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। এই তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এছাড়া, একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। তবে এই তিনটি দেশের সরাসরি বিশ্বকাপে খেলার ব্যাপারে কিছু উল্লেখ ছিল না বিবৃতিতে। ২৪ ঘণ্টার মধ্যে ফিফা এবার জানিয়েছে যে আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়েরও অংশগ্রহণও নিশ্চিত।

২০৩০ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক হতে সম্মিলিতভাবে একমাত্র বিডটি করেছিল আফ্রিকা মহাদেশের মরক্কো এবং ইউরোপ মহাদেশের স্পেন ও পর্তুগাল। সর্বসম্মতিক্রমে তাদেরকেই বেছে নিয়েছে ফিফা কাউন্সিল। শুধু তাই নয়। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। সেবার মন্তেভিদিওতে অবস্থিত এস্তাদিও সেন্তেনারিওতে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে।

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে প্যারাগুয়ের জন্য সুসংবাদ। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার গত তিন আসরের একটিতেও বাছাইপর্বের বাধা পার হতে পারেনি তারা।

গত বছর সবশেষ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কাতারে। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago