বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলে কে আছেন, কে নেই?

ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী সপ্তাহে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ অক্টোবর নিজেদের মাটিতে প্যারাগুয়েকে মোকাবিলার চারদিন পর স্বাগতিক পেরুর বিপক্ষে খেলবে তারা। সেজন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

গতকাল বৃহস্পতিবার ঘোষিত আর্জেন্টিনা দলে জায়গা করে নিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। যদিও চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড কবে নাগাদ ফিরতে পারেন সেটাও নিশ্চিত নয়।

গত মাসে ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচে মেসির চমৎকার গোলে ১-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের শেষদিকে বদলি হিসেবে চলে যান মাঠের বাইরে। তখন জানা যায়, মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। এতে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচে দর্শক হয়ে থাকতে হয় মেসিকে। সেদিন তাকে ছাড়াই ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা।

জাতীয় দলের দায়িত্ব পালন করে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে গত ছয় ম্যাচের কেবল একটিতে খেলতে পেরেছেন তিনি। তাও মাত্র ৩৭ মিনিটের জন্য। গত ২১ সেপ্টেম্বর মেজর সকার লিগে (এমএলএস) টরোন্টোর বিপক্ষে ওই ম্যাচের পর আর মাঠে দেখা যায়নি তাকে। মায়ামির কোচ জেরার্দো 'তাতা' মার্তিনো জানিয়েছেন, পায়ের পুরনো চোটে ভুগছেন মেসি। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মেসির ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানাতে পারেননি তিনি।

চোটাক্রান্ত মেসি থাকলেও স্কালোনির স্কোয়াডে জায়গা হয়নি আনহেল দি মারিয়ার। তিনিও চোটে ভুগছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে চোটে পান বেনফিকার এই উইঙ্গার। তবে সুস্থ হয়ে ফিরেছেন এএস রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: হুয়ান মুস্সো (আতালান্তা), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোফেন) ও ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট);

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), গনজালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্সে), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), মার্কো পেলেগ্রিনো (এসি মিলান) ও মার্কোস আকুনা (সেভিয়া);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), রদ্রিগো দি পল (অ্যাতলেকিতো মাদ্রিদ), জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), এঞ্জো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এজিকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্সে), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), কার্লোস আলকারাজ (সাউদাম্পটন) ও ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি);

ফরোয়ার্ড: লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), পাওলো দিবালা (রোমা) ও লুকাস ওকাম্পোস (সেভিয়া)।

Comments

The Daily Star  | English

5 killed as bus hits ambulance on Dhaka-Mawa Expressway

The accident occurred around 11:30am when the bus hit the ambulance parked on the expressway at Nimtola.

2h ago