জেনে নিন ২০২৩ ক্লাব বিশ্বকাপের খুঁটিনাটি

ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর সঙ্গে থাকছে আয়োজক দেশের একটি ক্লাব।
ছবি: এক্স

একদিন পরই মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২০২৩ সালের আসর। বরাবরের মতো এবারও সাতটি দল অংশ নিচ্ছে সৌদি আরবে হতে যাওয়া প্রতিযোগিতায়। ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর সঙ্গে থাকছে আয়োজক দেশের একটি ক্লাব।

বর্তমান ফরম্যাট অনুসারে এটাই হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের শেষ আসর। আমূল বদলে যাওয়া ফরম্যাটে পরের আসরটি হবে যুক্তরাষ্ট্রের মাটিতে, আগামী ২০২৫ সালে। ওই প্রতিযোগিতায় খেলবে ৩২টি ক্লাব।

অংশগ্রহণকারী ক্লাব

এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। বাকিরা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার শিরোপাধারী।

তারা হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি (২০২২-২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী), ব্রাজিলের ফ্লুমিনেন্সে (২০২৩ কোপা লিবার্তাদোরেসজয়ী), জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস (২০২২ এএফসি চ্যাম্পিয়ন্স লিগজয়ী), মিশরের আল আহলি (২০২২-২৩ সিএএফ চ্যাম্পিয়ন্স লিগজয়ী), মেক্সিকোর লিওন (২০২৩ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগজয়ী) ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি (২০২৩ ওএফসি চ্যাম্পিয়ন্স লিগজয়ী)।

আর্থিক পুরস্কার

ঝলমলে একটি ট্রফির সঙ্গে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ৫০ লাখ ডলার। আর রানার্সআপদের পকেটে ঢুকবে ৪০ লাখ ডলার।

সূচি (বাংলাদেশ সময় অনুসারে)

রাউন্ড তারিখ বার ম্যাচ সময়
প্রথম ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইত্তিহাদ-অকল্যান্ড রাত ১২টা
দ্বিতীয় ১৫ ডিসেম্বর শুক্রবার লিওন-উরাওয়া রাত ৮টা ৩০ মিনিট
দ্বিতীয় ১৬ ডিসেম্বর শুক্রবার আহলি-ইত্তিহাদ/অকল্যান্ড রাত ১২টা
সেমিফাইনাল ১৯ ডিসেম্বর সোমবার ফ্লুমিনেন্সে-দ্বিতীয় রাউন্ডের জয়ী রাত ১২টা
সেমিফাইনাল ২০ ডিসেম্বর মঙ্গলবার ম্যান সিটি-লিওন/উরাওয়া রাত ১২টা
তৃতীয় স্থান নির্ধারণী ২২ ডিসেম্বর শুক্রবার সেমিফাইনালের দুই পরাজিত দল রাত ৮টা ৩০ মিনিট
ফাইনাল ২৩ ডিসেম্বর শুক্রবার সেমিফাইনালের দুই জয়ী দল রাত ১২টা

 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago