পয়েন্ট খুইয়ে অসন্তুষ্ট বার্সেলোনা কোচের কণ্ঠে পুরনো সুর

ছবি: এএফপি

সুযোগের পর সুযোগ নষ্ট করে ভ্যালেন্সিয়ার মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। নিশ্চিত জয়ের সম্ভাবনাকে পূর্ণতা দিতে না পারায় বেজায় চটেছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। পুরনো সুরে শিষ্যদেরকে তিনি বললেন, আত্মসমালোচনা করতে এবং নিজেদের চাহিদা বাড়াতে।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্স কাতালানদের এগিয়ে দেওয়ার পর স্বাগতিকরা সমতা ফেরে হুগো গিয়ামনের লক্ষ্যভেদে।

গোটা লড়াইয়ে দাপট ছিল বার্সেলোনার। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি গোলের জন্য ১৬টি শট নেয় তারা। যার মধ্যে আটটি লক্ষ্যে থাকলেও স্রেফ একটিই জড়ায় জালে। রবার্ত লেভানদোভস্কি, ফেরান তোরেস, রাফিনহারা ঝলক দেখালেও গোলমুখে ছিলেন ব্যর্থ। সব মিলিয়ে পাঁচটি বড় সুযোগ হাতছাড়া করে লিগের গত আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে জাভি বলেন, 'নিজেদের কাছ থেকে আমাদের আরও অনেক কিছু চাইতে হবে। আমরা যথেষ্ট কার্যকর হতে পারছি না। সেটা ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রে হোক, শট নেওয়ার ক্ষেত্রে হোক... আজ (শনিবার) সবকিছুই অনেক বাজে ছিল। কারণ ম্যাচটা শেষ করে দেওয়ার জন্য পরিষ্কার অবস্থানে আমরা চলে গিয়েছিলাম। আমরা কাঙ্ক্ষিত স্তরে পারফর্ম করছি না এবং আমাদের আরও বেশি আত্মসমালোচনা করতে হবে।'

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন বার্সার কোচ তুলে ধরেন ফরোয়ার্ডদের ঘাটতির দিকটি, 'কিন্তু এর মানে এই নয় যে খেলোয়াড়দের প্রতি আমার সম্পূর্ণ আস্থা নেই। বিষয়টা হলো, প্রয়োজনের সময় গোল করার ক্ষেত্রে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। আমরা এতকিছু ঠিকভাবে করেছি যে খেলাটা আমাদের জেতা উচিত ছিল এবং এটা (জিততে না পারা) খুবই হতাশাজনক।'

পূর্ণ পয়েন্ট না পাওয়ায় বেজায় হতাশ স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার, 'আমরা দুটি পয়েন্ট ছেড়ে দিয়েছি। আমরা বাড়ি ফিরে যাচ্ছি কেবল এক পয়েন্ট পেয়ে যা নিয়ে আমি অসন্তুষ্ট। এটা একটা বড় ম্যাচ ছিল এবং আমরা এটার নিয়ন্ত্রণে ছিলাম। দ্বিতীয় গোল করে আমাদের উচিত ছিল প্রতিপক্ষকে ছিটকে দেওয়া। আমরা এভাবে সুযোগ নষ্ট করতে পারি না।'

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে আছে বার্সেলোনা। এক ম্যাচে কম খেলা জিরোনা ৪১ পয়েন্ট পেয়ে অবস্থান করছে শীর্ষে। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট অর্জন করা রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে। দশে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ১৭ ম্যাচে ২০।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

44m ago