চ্যাম্পিয়ন্স লিগের আগে চোটে ছিটকে গেলেন রিয়ালের বেলিংহ্যাম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চোট পাওয়ায় তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে আরবি লাইপজিগের বিপক্ষে পাবে না তারা।
স্প্যানিশ গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি দিয়েছে বেলিংহ্যামের ছিটকে যাওয়ার খবর। রোববার এক বিবৃতিতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী ক্লাবটি বলেছে, '(মেডিকেল পরীক্ষায়) ধরা পড়েছে যে, বেলিংহ্যামের বাম পায়ের গোড়ালি বাজেভাবে মচকে গেছে।'
গতকাল শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে রিয়ালের ৪-০ গোলে জয়ের ম্যাচে চোট পান বেলিংহ্যাম। ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন বর্ষীয়ান কোচ কার্লো আনচেলত্তি।
মাঠ ছাড়ার আগে দুবার লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী ফুটবলার। ৩৫তম মিনিটে ভিনিসিয়ুসের পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে নিশানা ভেদ করেন তিনি। এরপর ৫৪তম মিনিটে ভিনিসিয়ুসেরই শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে আলগা বল জালে পাঠান বেলিংহ্যাম।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় জার্মান ক্লাব লাইপজিগের মাঠে খেলতে নামবে রিয়াল। এই ম্যাচের পাশাপাশি লা লিগায় রায়ো ভায়েকানো, সেভিয়া ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে না খেলার জোরালো সম্ভাবনা রয়েছে তার।
রিয়ালের চোটগ্রস্ত ফুটবলারের তালিকা আরও দীর্ঘ হলো। বেলিংহ্যামের আগে থেকেই মাঠের বাইরে আছেন চার সেন্টার-ব্যাক এদার মিলিতাও, ডাভিড আলাবা, নাচো ফার্নান্দেস, অ্যান্টোনিও রুডিগার ও গোলরক্ষক থিবো কোর্তোয়া।
লাইপজিগের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। তার আগেই বেলিংহ্যাম পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে রিয়াল। ২৪ ম্যাচ শেষে দুইয়ে থাকা জিরোনার (৫৬ পয়েন্ট) চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে তারা (৬১ পয়েন্ট)।
গত বছর গ্রীষ্মকালীন দলবদলে বিশাল ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়ালে নাম লেখান বেলিংহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ২০ গোল নিয়ে চলতি মৌসুমে তিনি এখন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা।
Comments