৯৯তম মিনিটের গোলে রেকর্ড বইতে লিভারপুলের নুনেজ

প্রিমিয়ার লিগের ইতিহাসে লিভারপুলের খেলোয়াড় হিসেবে সবচেয়ে দেরিতে গোল করার কীর্তি এখন নুনেজের।
ছবি: এএফপি

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। যোগ করা সময়ের নবম মিনিট চলছিল তখন। যেকোনো মুহূর্তে বাজতে পারে শেষ বাঁশি। তখনই উদ্ধারকর্তার ভূমিকায় আবির্ভূত হন দারউইন নুনেজ। শেষ মুহূর্তের জয়সূচক গোলে রেকর্ড বইতেও নাম লেখান লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার।

গতকাল শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে তাদের মাঠে ১-০ গোলে হারায় অলরেডরা। আলেক্সিস ম্যাক আলিস্তারের অ্যাসিস্টে খেলার ৯৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন নুনেজ। চোট কাটিয়ে ফিরে বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে নায়ক বনে যান তিনি। ফলে হোঁচট খাওয়ার শঙ্কা এড়িয়ে পূর্ণ পয়েন্ট পায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ক্রীড়া উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপ্টা জানিয়েছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে লিভারপুলের খেলোয়াড় হিসেবে সবচেয়ে দেরিতে গোল করার কীর্তি এখন নুনেজের। তিনি যখন বল জালে পাঠান, তখন খেলার সময় ছিল ৯৮ মিনিট ৩৮ সেকেন্ড।

সব মিলিয়ে এই তালিকায় নুনেজের অবস্থান দশ নম্বরে। প্রিমিয়ার লিগে সবচেয়ে দেরিতে গোল করায় শীর্ষে আছেন শেফিল্ড ইউনাইটেডের ওলি ম্যাকবার্নি। গত জানুয়ারিতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১০৩তম মিনিটে গোল করেছিলেন তিনি। ওই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে।

ফরেস্টকে হারিয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৩। ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। সিটিজেনদের সমান ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আর্সেনাল।

Comments