ইতিহাস পাল্টে বার্সাকে পেরিয়ে সেমিতে উঠতে পারবে পিএসজি?

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে হলে ইতিহাস পাল্টাতে হবে পিএসজিকে। শুধু তারা নয়, কোনো ফরাসি ক্লাবই নকআউট পর্বে প্রথম লেগে হারের পর এই প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারেনি। সব মিলিয়ে এমন ঘটনা অতীতে ঘটেছে সাতবার। এর মধ্যে চারবারই কপাল পুড়েছে প্যারিসিয়ানদের।

গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৩-২ গোলে বার্সেলোনার কাছে হেরে যায় পিএসজি। পরের পর্বের টিকিট পেতে ফিরতি লেগে তাই জয়ের কোনো বিকল্প নেই লুইস এনরিকের শিষ্যদের। এমন চ্যালেঞ্জিং সমীকরণ আর পক্ষে না থাকা ইতিহাস নিয়ে অলিম্পিক স্টেডিয়ামে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার ডেরায় খেলতে নামবে তারা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগের ১৯৯৪-৯৫, ২০১৪-১৫, ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমের নকআউটে প্রথম লেগে ঘরের মাঠে হেরে গিয়েছিল পিএসজি। কোনোবারই তারা পারেনি ঘুরে দাঁড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে। অবস্থা এমন বেহাল যে, দ্বিতীয় লেগে লড়াইও জমানো হয়নি তাদের। সবগুলো ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছিল বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা।

১৯৯৪-৯৫ মৌসুমের সেমিফাইনালে এসি মিলানের কাছে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হারের পর ফিরতি লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরেছিল পিএসজি। এবার যাদের বিপক্ষে তাদের বাঁচা-মরার লড়াই, সেই বার্সেলোনাই ২০১৪-১৫ মৌসুমে পিএসজির বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। শেষ আটের প্রথম লেগে পিএসজির আঙিনায় ৩-১ গোলে জয়ের পর ফিরতি লেগে স্প্যানিশ ক্লাবটি নিজেদের মাঠে জিতেছিল ২-০ গোলে।

২০২০-২১ মৌসুমের সেমিতে পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির কাছে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল পিএসজি। এরপর ফিরতি লেগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী ইংলিশ ক্লাবটির মাঠে ২-০ গোলে পরাস্ত হয়েছিল তারা। গত মৌসুমেও বদল হয়নি পুরনো চিত্রের। শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরেছিল পিএসজি।

এবার কি প্যারিসিয়ানরা পারবে নতুন ইতিহাস লিখতে? তাদের কোচ এনরিকে— যার কোচিংয়ে ২০১৪-১৫ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সা— দারুণ আত্মবিশ্বাসী টিকে থাকার ব্যাপারে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'এখন আমরা জানি যে কী করতে হবে। আমরা খুব ভালো অবস্থায় আছি এবং আমরা তৈরি।'

আর যদি ইতিহাস পাল্টাতে না পারেন কিলিয়ান এমবাপে-ওসমান দেম্বেলেরা? তাহলে আরও একবার শূন্য হাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের মঞ্চ থেকে ফিরতে হবে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপার খোঁজে থাকা পিএসজিকে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

56m ago