উয়েফা চ্যাম্পিয়নস লিগ

'এসি মিলানকে ভয় পায় না লিভারপুল'

Arne Slot

সোমবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর৷ প্রথম রাতেই মাঠে নামছে বেশ কয়েকটি চ্যাম্পিয়ন দল৷ এরমধ্যে সাবেক দুই চ্যাম্পিয়ন এসি মিলান আর লিভারপুলের মধ্যকার ম্যাচটাই প্রথম দিনের সেরা আকর্ষণ। প্রতিপক্ষের মাঠে গিয়ে কঠিন লড়াইয়ে পড়ার আভাস পাচ্ছেন লিভারপুল কোচ আর্নে স্লটও। তবে ইতালিয়ান জায়ান্টদের নিয়ে ভয় নয়, স্রেফ সমীহ আছে তার।

বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মিলানের মাঠ সান সিরোতে নিজেদের প্রথম ম্যাচে লড়বে লিভারপুল - এসি মিলান।

এই ম্যাচের আগে দুই দলের অবস্থা ভিন্ন। মিলান যেখানে লিগে শেষ ম্যাচে বড় জয় পেয়ে চাঙ্গা, লিভারপুল সেখানে প্রিমিয়ার লিগে তিন জয়ের পর নটিংহ্যাম ফরেস্টের কাছে ঘরের মাঠে হেরে বসেছে।

কিছুটা অস্বস্তি তাই লিভারপুলের আছে৷ তবে তা নিয়ে এসি মিলানকে ভয় পাওয়ার কারণ দেখছেন না স্লট,
'আমি মনে করি না কোন কোচ অন্য দলের বিপক্ষে খেলতে ভয় পায়। আমাদের এসি মিলানের প্রতি সমীহ আছে।'

'তারা মানসম্মত,  আমরা ভীত নই। তাদের সব খেলোয়াড়ের প্রতি সমীহ আছে। তারা দেখিয়েছে তারা ছন্দে আছে। খুব ভালো ম্যাচ জিতেছে (সিরি আ তে ভেনেজিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয়)।'

'ভয় শব্দটা আমরা ব্যবহার করব না, সমীহ আছে তাদের প্রতি।'

চ্যাম্পিয়নস লিগের গত আসরে খেলতে পারেনি লিভারপুল।  ইয়ুর্গেন ক্লপের যুগ পার করে ক্লাবটি আছে নতুন শুরুর অপেক্ষায়। এবার ঐতিহ্যবাহী আসরে ফেরাটাও রাঙাতে চায় তারা।  লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ না খেলার আক্ষেপ শুনিয়ে আবার ফেরার আনন্দের কথা বলেছেন, 'ভাবুন আপনি যে কাজ খুব ভালোবাসেন তা করতে পারছেন না। আবার সেটা করতে কতটা মুখিয়ে থাকবেন।'

২০১৯ সালে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে ভূমিকা রাখা অ্যালিসন জানান এই আসরের জন্যই তার ইউরোপে পাড়ি দেয়া, 'ব্রাজিল থেকে ইউরোপে আসার অন্যতম কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। গত মৌসুম খেলতে না পারা ছিল যন্ত্রণাদায়ক।'

নতুন আদলের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ ডেতে আরও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতন জায়ান্ট ক্লাব।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago