ব্যালন ডি'অর পাবেন না ভিনিসিয়ুস, দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের

ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি'অর পাবেন, এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই জোরালো। স্প্যানিশ গণমাধ্যম দাবি করে আসছিল, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতেই উঠতে যাচ্ছে মর্যাদাপূর্ণ পুরস্কারটি। তবে এবার পুরোপুরি ভিন্ন দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত।

তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি'অর পাবেন না। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের তারকা সেটা জেনে গেছেন। তাই প্যারিসের থিয়েটার দু শাতলেতে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে তিনি উপস্থিত থাকবেন না। ২০২৪ সালের ব্যালন ডি'অর প্রদানের অনুষ্ঠান বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত একটায় শুরু হবে।

আরএমসি স্পোর্ত আরও জানিয়েছে, ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার খবরে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার নেওয়া সিদ্ধান্ত অনুসারে, স্প্যানিশ ক্লাবটির কোনো প্রতিনিধিই প্যারিসে যাবেন না।

প্রখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না জেতার খবর বিরাট ধাক্কা হয়ে এসেছে রিয়ালের জন্য। ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে থাকা রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামও যাবেন না প্যারিসে।

Rodri

এবারের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে শীর্ষ তিনে ভিনিসিয়ুস ও বেলিংহ্যাম ছাড়া আছেন রদ্রি। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগিতো দাবি করেছে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডারই পেতে যাচ্ছেন মর্যাদাপূর্ণ পুরস্কারটি।

গত মৌসুমে রিয়ালের হয়ে ভিনিসিয়ুস ও বেলিংহ্যাম জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ ক্লাব ম্যান সিটির জার্সিতে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও উঁচিয়ে ধরেন তিনি।

ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর। প্রতি বছর ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হতে যাচ্ছে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান। গত সেপ্টেম্বরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল।

স্প্যানিশ গণমাধ্যমের দাবিই কি শেষ পর্যন্ত সত্যি হবে? ভিনিসিয়ুস পুড়বেন তীব্র হতাশায়, রদ্রি হাসবেন বিজয়ীর হাসি? জানার জন্য থাকতে হচ্ছে অপেক্ষায়।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

4h ago