রোনালদোর বিরুদ্ধে সমর্থকদের প্রতিবাদ, বরখাস্ত ভায়াদোলিদের কোচ

ছবি: সংগৃহীত

লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে রিয়াল ভায়াদোলিদ। নিজেদের সবশেষ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। এমন বেহাল পারফরম্যান্সে যারপরনাই ক্ষুব্ধ তাদের সমর্থকরা। তারা মাঠের ভেতরেই প্রতিবাদ জানিয়েছেন ক্লাবটির মালিক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে বরখাস্ত করা হয়েছে ভায়াদোলিদের কোচ পাউলো পেজ্জোলানোকে।

শনিবার রাতে ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে ৫-০ গোলের বিশাল হারের তেতো স্বাদ নিয়েছে ভায়াদোলিদ। স্প্যানিশ লিগে সবশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের। চারটি হারের সঙ্গে ড্র করেছে বাকিটিতে। ১৫ ম্যাচে স্রেফ ৯ পয়েন্ট নিয়ে মৌসুমের মাঝপথেই অবনমনের শঙ্কা দেখতে পাচ্ছে দলটি।

ছবি: এএফপি

অ্যাতলেতিকোর বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল হজম করে ফেলে ভায়াদোলিদ। তখনই তাদের হার একরকম নিশ্চিত হয়ে পড়ে। এমন দুরবস্থা দেখে স্বাগতিকদের বেশ কিছু সমর্থক বিরতির সময় স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। আরও কিছু সমর্থক তীব্র প্রতিবাদ জানান ক্লাবটির মালিকানায় থাকা বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদোর বিরুদ্ধে। গ্যালারিতে একটি ব্যানার দেখতে পাওয়া যায়, যেখানে তাকে উদ্দেশ্য করে লেখা ছিল, 'রোনালদো, বাড়ি ফিরে যান।'

ক্লাবটির কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি এসব ঘটনা। তাই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার মাশুল হিসেবে চাকরি হারাতে হয়েছে উরুগুইয়ান কোচ পেজ্জোলানোকে। ভায়াদোলিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়াল ভায়াদোলিদ ও পাউলো পেজ্জোলানোর পথ আলাদা হয়ে গেছে। তিন মৌসুমে ৭০টি ম্যাচে দায়িত্ব পালনের পর এই উরুগুইয়ান কোচ পুসেলাতে (ভায়াদোলিদের ডাক নাম) আর থাকছেন না।'

ছবি: সংগৃহীত

২০১৮ সালে ভায়াদোলিদের মালিকানার সংখ্যাগরিষ্ঠ স্বত্ব কিনে নেন রোনালদো। কোচ হিসেবে পেজ্জোলানো দায়িত্ব পান গত বছরের এপ্রিলে। কিন্তু ২০২২-২৩ মৌসুমের লা লিগায় ১৮তম হয়ে অবনমন হয় ক্লাবটির। গত মৌসুমের দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান পেয়ে শীর্ষ স্তরে ফিরে এসেছে ভায়াদোলিদ। তবে এবারের মৌসুমেও ছন্দহীনতায় ভুগছে তারা।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

4h ago