শীর্ষে ফিরে ফ্লিক বললেন, 'এখনও অনেক পথ বাকি'

রায়ো ভায়াকানোকে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরে এসেছে বার্সেলোনা। যদিও দলটিকে হারাতে ঘাম ছুটে গিয়েছে কাতালানদের। তবে দারুণ জয়ে শীর্ষে ফেরায় দারুণ খুশি কোচ হ্যান্সি ফ্লিক। এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে জানিয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন এই জার্মান কোচ।
সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে রায়ো ভায়াকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। তবে হাই প্রেসিং ও শক্তিশালী রক্ষণভাগের মাধ্যমে ম্যাচটিকে বেশ কঠিন করে তুলেছিল সফরকারীরা।
তাই শীর্ষে ফিরেই আত্মতুষ্টিতে ভুগছেন না ফ্লিক, 'এখনও পথ অনেক বাকি। আমরা সবাই এই মুহূর্তটি উপভোগ করছি, কিন্তু আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শীর্ষে থাকা কোনো কিছু পরিবর্তন করে না, আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।'
রায়োর বিপক্ষে জয়ে খুশি হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স আরও ভালো ভালো হতে পারে বলে মনে করেন এই কোচ, 'এটি খুব কঠিন ম্যাচ ছিল, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। খেলোয়াড়দের জন্য কঠোর পরিশ্রম ছিল, কিন্তু আমরা খুশি। খেলোয়াড়রা খুশি, ক্লাবের সবাই খুশি। তবে আমরা আরও ভালো খেলতে পারি, সেটাই নিশ্চিত…'
লা লিগায় এবার শুরু থেকেই দারুণ খেলছেন রায়ো। টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তারা। তাদের বিপক্ষে এই জয়ের মূল্য নিয়ে ফ্লিক বলেন, 'তারা আগের নয়টি ম্যাচে অপরাজিত ছিল, তাই এটি আমাদের জন্য বিশাল সাফল্য। সমর্থকদের জন্য প্রথম স্থান পুনরুদ্ধার করা ইতিবাচক, আমরা ফিরে এসেছি।'
লিগে এখন পর্যন্ত ২৪ রাউন্ড শেষ হয়েছে। যেখানে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দুই দলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাই এখন দলের খেলোয়াড়দের ফর্ম ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফ্লিক, 'আমরা মৌসুমের শেষ ধাপে চলে এসেছি, এখন সবার সেরা ফর্মে থাকাটা খুব গুরুত্বপূর্ণ।'
Comments