এখনই ক্লাসিকোর দিকে তাকাতে চান না বার্সা কোচ

ছবি: এএফপি

লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে পিছিয়ে পড়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। মূল লড়াইটা এখন চলছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। একদিন বার্সা এগিয়ে যাচ্ছে তো পরদিন তাদেরকে ধরে ফেলছে রিয়াল! সব মিলিয়ে যা আভাস, তাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচই হয়তো ব্যবধান গড়ে দেবে। তবে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক জোর দিচ্ছেন ধারাবাহিকতা বজায় রাখার ওপর।

রোববার রাতে ঘরের মাঠে জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা আগের মৌসুমের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। অ্যাতলেতিকো ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিন নম্বরে। তাই শিরোপা জয়ের দৌড়ে দুই মূল প্রতিযোগী হলো বার্সা ও রিয়াল।

এবারের মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকো হয়েছিল রিয়ালের মাঠে। গত অক্টোবরে অনুষ্ঠিত ওই ম্যাচে ৪-০ গোলে তাদেরকে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। পরের ক্লাসিকো গড়াবে আগামী ১১ মে, বার্সার মাঠে।

আরও নয়টি করে ম্যাচ বাকি আছে দুই ক্লাবের। তবে নিশ্চিতভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বার্সা ও রিয়ালের দ্বৈরথ। জিরোনাকে হারানোর পর গণমাধ্যমকে ফ্লিক বলেছেন, এখনই বেশি দূরে তাকাতে চান না তিনি, 'এল ক্লাসিকোর আগে এখনও অনেক পথ বাকি আছে। আমাদের তেজ দেখিয়ে যেতে হবে। আর সেটা সহজ হবে না। এবারের মৌসুমের লিগে দারুণ কিছু চমক দেখা যেতে পারে। প্রতিযোগিতাটির জন্য তা খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।'

জিরোনার বিপক্ষে বিরতির আগে লাদিস্লাভ ক্রেইচির আত্মঘাতী গোলে লিড পায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে সমতা আসে আর্নট ডানজুমার লক্ষ্যভেদে। এরপর ৬১তম ও ৭৭তম মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের চালকের আসনে বসিয়ে দেন ফর্মের তুঙ্গে থাকা রবার্ত লেভানদোভস্কি। শেষদিকে ফেরান তরেস জাল কাঁপালে দাপুটে জয় পায় ফ্লিকের দল।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

3h ago