চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তাকে হারাতে মরিয়া কোণঠাসা রিয়াল

Real Madrid

চ্যাম্পিয়ন্স লিগের সব সময়ের রাজা, বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যেন এবারের আসরে একদম অচেনা। একের পর এক হোঁচটে শেষ ষলোয় যেতে দুই লেগের প্লে অফ খেলতে হবে রিয়ালকে। তবে নিজেদের সেরা ছন্দ দ্রুতই ফিরে পেয়ে এই আসরেও সেরা হওয়ার আশা ছাড়তে চায় না তারা। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে, আতালান্তার মাঠে গিয়ে জিততে মরিয়া হয়ে আছেন তারা।

৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে এবার পয়েন্ট টেবিলে ২৪ নম্বরে অবস্থান রিয়ালের। গত চার ম্যাচের মধ্যে তিনটাই হেরেছে তারা। প্রতিপক্ষের মাঠে হেরেছে টানা দুই ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে যেতে সেরা আটের বাইরের দলগুলোকে খেলতে হবে দুই লেগের প্লে অফ রাউন্ড। সেই প্লে অফ নিশ্চিত করতে থাকতে হবে ২৪ দলের ভেতর। সব মিলিয়ে রিয়ালের চ্যালেঞ্জটা বড়, পা হড়কালে পড়তে হবে বিব্রতকর অবস্থায়।

আতালান্তার বিপক্ষে তাদের মাঠে আজ দিবাগত রাত ২টায় নামবে রিয়াল। এই ম্যাচের আগে নিজেদের ভরপুর আত্মবিশ্বাসের কথা শুনালেন আনচেলত্তি, 'এই তিন পয়েন্ট পরের ধাপে যেতে ভীষণ গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাড়তি রাউন্ড খেলতে হবে। কিন্তু দলের উপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সব কিছু উন্নতি হচ্ছে। আমরা এখনো ভালো ছন্দে আছে। এভাবে উন্নতি করে পরের রাউন্ডে যাব। কালকের ম্যাচটা এই বছরের শেষ দিকের সবচেয়ে কঠিন লড়াই।'

কঠিন ম্যাচের আগে উদ্বেগের জায়গাটাও রাখছেন রিয়াল কোচ, 'উদ্বেগ আছে। আমরা সেরা কৌশল নিয়ে ভাবিত বিশেষ করে আতালান্তার মতন ভালো দলের বিপক্ষে, এর বেশি কিছু না।'

গত অগাস্টে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল রিয়াল। তবে সেই আতালান্তা বর্তমানে আরও শানিত। ইতালিয়ান সিরি আ'তে টেবিলের শীর্ষে আছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে টানা ৯ ম্যাচ। এই পথে হারিয়েছে এসি মিলান, নাপোলি, রোমার মতন দলকে।

প্রতিপক্ষের প্রতি ভীষণ সমীহ রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির, 'আতালান্তা খুব ভালো করছে। সুপার কাপের সময় থেকে তারা অনেক উন্নতি করেছে। তারা ছন্দে এবং উজ্জীবিত হয়ে আছে। কিন্তু এমন দলের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ার সুযোগও তৈরি হবে।'

'তারা দারুণ এক দল। যে ক্লাব প্রতি মৌসুমেই কিছু খেলোয়াড় হারাচ্ছে, কিন্তু সব সময়ই মানিয়ে নেওয়ার একটা পথ বের করে নিচ্ছে। ম্যানেজার (জিয়ান পিয়েরো গাসপেরিনি) দারুণ কাজ করছেন। তিনি জানেন কীভাবে মানিয়ে নিয়ে তীব্রতার সঙ্গে সুন্দর ফুটবল উপহার দিতে হয়।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago