উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

‘পিএসজি অনেক বেশি দাপট দেখিয়েছে’, বড় হারের পর গার্দিওলা

Pep Guardiola

প্রথমার্ধ ছিলো গোলশূন্য। বিরতির পর খেলায় ছড়ালো উত্তেজনা, বাকি সময়ে হলো ৬ গোল। প্রথমে ম্যানচেস্টার সিটি পিএসজিকে দুই গোল দিলেও পরে হজম করল চার গোল। মাঠ ছাড়ল বড় হার নিয়ে। পরে খেলা শেষে প্রতিপক্ষের দাপট মেনে নেন সিটির কোচ পেপ গার্দিওলা।

পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-২ গোলে হেরেছে সিটি। জ্যাক গ্রিলিশ ও আর্লিং হালান্ড সিটিকে দুই গোলে এগিয়ে দেন বিরতির পর পর। রেশ থাকতেই  উসমান দেম্বেলে ও বার্কোলার লক্ষ্যভেদে সমতায় ফেরে পিএসজি।

পরে জোয়াও নেভেস লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান গনসালো রামোস। সম্প্রতি খারাপ সময় পার করা সিটি ইউরোপ সেরার আসরে চার ম্যাচে থাকল জয়হীন, ৩ হার, দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ২৫ নম্বরে। এমনকি পড়ে গেছে বাদ পড়ার শঙ্কায়।

ম্যাচ শেষে গার্দিওলা জানান তারা যা করতে পারেননি, প্রতিপক্ষ সেটাই করে তাদের কোণঠাসা করে দিয়েছে,  'তারা অনেক বেশি দাপট দেখিয়ে খেলেছে। তারা খুব ভালো ছুটেছে, চাপ দিয়েছে খুব ভালো ভাবে যেটা আমরা করতে পারিনি সেটা তারা করতে পেরেছে।'

'বার্নাডো (সিলভা) ও কোভার (মাতেও কোভাভিচ) মধ্যে সংযোগ সম্ভব হচ্ছিলো না। আমরা ট্রানজিশনে প্রক্রিয়া অনুসরণ করতে পারিনি। মানিয়ে উঠতে পারিনি।'

'তারা অনেক বেশি গতিময় ছিলো আমাদের বল নিয়ে তাদের সামলাতে হতো যেটা আমরা পারিনি।'

নতুন আদলের ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে বাকি আটটি জায়গার জন্য।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

1h ago