উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
পরিসংখ্যানের আলোয় রিয়াল-আর্সেনাল লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ দল আর্সেনাল। প্রথম লেগের ম্যাচটি হবে আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের আলোয় দুই দলের অবস্থান।
- দুই দলের একমাত্র লড়াইয়ে ২০০৬ সালে জিতেছিলো আর্সেনাল। সেবার শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগ ড্র করার পর দ্বিতীয়টি ১-০ গোলে জেতে গানাররা।
- আর্সেনাল সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিলো সেই ২০০৯ সালে। এরপর থেকে ইউরোপ সেরার এই আসরে ছয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে রিয়াল।
- রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে গত ২২টি নকআউট ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে। গত তিন মৌসুমে তারা জিতেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
- চ্যাম্পিয়ন্স লিগে গত ৮টি নক আউট ম্যাচের প্রথম লেগের কোনটিতেই হারেনি রিয়াল, জিতেছে পাঁচটিতে।
- লস ব্ল্যাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগ/ ইউরোপিয়ান কাপ মিলিয়ে ১১১টি ভিন্ন দলকে হারিয়েছে, কিন্তু এসবের মধ্যে নেই আর্সেনাল।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।
Comments