লেস্টার সিটি ছেড়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে হামজা

Hamza Choudhury

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ছেড়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। সম্প্রতি মায়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দেওয়া এই তারকার দল বদলের খবর জানিয়েছে শেফিল্ড। 

লেস্টারের সঙ্গে আরও আড়াই বছর চুক্তি বাকি আছে হামজার। তবে চলতি মৌসুমে প্রথম একাদশে থাকা বেশ কঠিন হয়ে উঠে ২৭ পেরুনো তারকার। আপাতত ধারে গেলেও পরে শেফিল্ডের সঙ্গে তার স্থায়ী চুক্তিও হতে পারে।

২০১৫ সালে লেস্টারে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৯১ ম্যাচ খেলেন হামজা। তবে এই কয়েক বছরে একাধিকবার ধারে অন্য ক্লাবে খেলেছেন তিনি। ২০২২-২০২৩ সালে তিনি ধারে খেলেন ওয়াটফোর্ডে। এবার গেলেন শেফিল্ডে।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা হামজার বাংলাদেশি সংযোগ গত কয়েক বছর ধরে আসে আলোচনায়। মায়ের সূত্রে ছোটবেলা থেকেই বাংলাদেশে আসতেন তিনি। গত বছর তিনেক ধরে তাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা শুরু হয়। তিনি নিজেও প্রকাশ করে আগ্রহ। শেকড়ের সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর সম্প্রতি ফিফার অনুমোদনও পেয়ে গেছেন তিনি। আসছে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দ্বিতীয় স্তর ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠতে পারলে ফের প্রিমিয়ার লিগেই দেখা যাবে তাকে।

এদিকে শেফিল্ড হামজাকে দলে নেওয়ার খবর তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে বাংলাদেশের পতাকার ছবি দিয়ে। নতুন দলে যোগ দেওয়ার খবরে হামজা বলেন, 'দলের অবস্থান আমি দেখছি। আমি দলকে উপরের দিকে নিতে সাহায্য করতে চাই।'

Comments

The Daily Star  | English

City services to stop if decision not made on making Ishraque mayor: unions

Union leaders threaten to suspend services, including waste and power, if demands unmet by 10 am

14m ago