চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব: কার সামনে কী সমীকরণ?

নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নেবে ২৪টি ক্লাব। লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি সরাসরি নাম লেখাবে শেষ ষোলোতে। বাকি আটটি জায়গা পূরণ হবে পয়েন্ট তালিকার পরের ১৬টি ক্লাবের মধ্যে দুই লেগের প্লে-অফ পর্বের মাধ্যমে।

এরই মধ্যে শীর্ষে থাকা লিভারপুল ও দুইয়ে থাকা বার্সেলোনা নিশ্চিত করেছে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা। লিগ পর্বের সাত রাউন্ড শেষে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে টিকে আছে আরও ২৫টি ক্লাব। যাদের মধ্যে ছয়টি সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। ১৬টির মিলবে প্লে-অফে অংশ নেওয়ার সুযোগ। আর বাকি তিনটিকে ছিটকে যেতে হবে লিগ পর্ব থেকে।

বলা বাহুল্য, জমে উঠেছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের নকআউট পর্বে ঠাঁই করে নেওয়ার লড়াই। বাংলাদেশ সময় অনুসারে, বুধবার দিবাগত রাত দুইটায় অনুষ্ঠিত হবে লিগ পর্বের অষ্টম ও শেষ রাউন্ড। একই সময়ে শুরু হবে ১৮টি ম্যাচ। ভাগ্য নির্ধারণের অপেক্ষায় থাকা ২৫টি ক্লাবের জন্য এই রাউন্ডটি তাই অঘোষিত ফাইনাল।

আর্সেনাল ও ইন্টার মিলান সরাসরি শেষ ষোলোতে খেলার পথে এক পা বাড়িয়ে রেখেছে। একই আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্তাসের মতো ক্লাবগুলো। তবে প্লে-অফে ওঠা নিয়েও শঙ্কায় থাকা পিএসজি ও ম্যানচেস্টার সিটিকে চোখ রাঙাচ্ছে বিদায়।

কার সামনে কী সমীকরণ

* পয়েন্ট তালিকায় যথাক্রমে তিন ও চারে থাকা আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ১৬। তবে গোল ব্যবধানে ইন্টারের (+৭) চেয়ে এগিয়ে আছে আর্সেনাল (+১২)। অন্তত ড্র করলে ক্লাব দুটি সরাসরি শেষ ষোলোতে খেলার টিকিট পাবে। ইন্টার ঘরের মাঠে মোকাবিলা করবে মোনাকোকে। জিরোনার মাঠে আতিথ্য নেবে আর্সেনাল।

* সমান ১৫ পয়েন্ট হলেও গোল পার্থক্যে পাঁচে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ (+৫) ও ছয়ে এসি মিলান (+৪)। জিতলেই সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে তারা। তবে অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করে পয়েন্ট হারালেও সুযোগ থাকবে তাদের। অ্যাতলেতিকো ও মিলান প্রতিপক্ষের মাঠে মুখোমুখি হবে যথাক্রমে সালজবুর্গ ও দিনামো জাগরেবের।

* সাতে থাকা আতালান্তার জন্যও একই সমীকরণ প্রযোজ্য। বড় গোল ব্যবধানের (+১৪) সঙ্গে তাদের পয়েন্ট ১৪। সরাসরি শেষ ষোলোতে ঠাঁই পেতে হলে শেষ রাউন্ডে বার্সেলোনার মাঠে জিততে হবে তাদের। অবশ্য পূর্ণ পয়েন্ট না পেলেও সরাসরি শেষ ষোলো নিশ্চিত হতে পারে তাদের।

* গোল পার্থক্যে (+৬) আটে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ১৩। শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। সমান পয়েন্ট রয়েছে আরও পাঁচটি ক্লাবের। তারা হলো অ্যাস্টন ভিলা (প্রতিপক্ষ সেলটিক), মোনাকো (প্রতিপক্ষ ইন্টার), ফেইনুর্ড রটার্ডাম (প্রতিপক্ষ লিল), লিল (প্রতিপক্ষ ফেইনুর্ড) ও ব্রেস্ত (প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ)। এই ম্যাচগুলোর জয়ীরা সরাসরি শেষ ষোলোতে সুযোগ পেতে পারে।

* সমান ১২ পয়েন্ট রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড (প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক), বায়ার্ন মিউনিখ (স্লোভান ব্রাতিস্লাভা), রিয়াল মাদ্রিদ (প্রতিপক্ষ ব্রেস্ত), জুভেন্তাস (প্রতিপক্ষ বেনফিকা) ও সেলটিকের (প্রতিপক্ষ ভিলা)। জিতলেও তাদের সরাসরি শেষ ষোলোতে খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।

* ২২ নম্বরে থাকা পিএসজির অর্জন ১০ পয়েন্ট। তারা আতিথ্য নেবে ভিএফবি স্টুটগার্টের মাঠে। সমান পয়েন্ট হলেও পিএসজির (+২) চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে ২৪ নম্বরে আছে স্টুটগার্ট (-১)। জিতলে প্লে-অফ নিশ্চিত হবে পিএসজির। তবে ম্যানচেস্টার সিটি ও দিনোমা নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারালে স্টুটগার্টের কাছে হারলেও সমস্যা হবে না তাদের।

* মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রয়েছে ম্যান সিটি। তাদের জন্য স্রেফ একটাই রাস্তা খোলা, ঘরের মাঠে জিততে হবে ক্লাব ব্রুগের বিপক্ষে। সেক্ষেত্রে মিলবে প্লে-অফের টিকিট। কারণ, সরাসরি শেষ ষোলোতে খেলার কোনো উপায় আর নেই সিটির জন্য।

বর্তমান চিত্র

সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে (দুটি): লিভারপুল, বার্সেলোনা

অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে (১৬টি): আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বায়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড রটার্ডাম, লিল, ব্রেস্ত, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, সেলটিক

নকআউটে ওঠা নিয়ে শঙ্কা রয়েছে (নয়টি): পিএসভি আইন্দহোফেন, ক্লাব ব্রুগে, বেনফিকা, পিএসজি, স্পোর্তিং লিসবন, ভিএফবি স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্ক

ইতোমধ্যে ছিটকে গেছে (নয়টি): বোলোনিয়া, স্পার্তা প্রাগ, আরবি লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, ইয়াং বয়েজ।

Comments

The Daily Star  | English

Why are onion prices rising abruptly?

Onion prices have been increasing over the past weeks, as farmers and traders release fewer stocks to local markets in the hope of better returns amid the government’s suspension of imports

1h ago