পিএসজির শিরোপা উদযাপনে ব্যাপক সহিংসতা: নিহত ২, আহত ১৯২

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিএসজির ভক্ত-সমর্থকদের উদযাপন শেষমেশ সুখকর থাকেনি। বরং পরিস্থিতি বাজে দিকে মোড় নেওয়ায় ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ‍্যারেনায় অনুষ্ঠিত একপেশে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় কাতারের মালিকানাধীন ফরাসি ক্লাবটির এটি প্রথম শিরোপা।

এরপর প্যারিসে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। কিন্তু সমর্থকদের উন্মত্ততা ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যাওয়ায় তা বেদনায় রূপ নিতে সময় লাগেনি। রোববার সকাল পর্যন্ত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন ১৯২ জন ও আটক করা হয়েছে ৫৫৯ জনকে। তাদের মধ্যে ৪৯১ জন প্যারিস শহরের।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাক্স শহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আর প্যারিসে ২৩ বছর বয়সী এক যুবক স্কুটারে চড়ে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন।

প্যারিস ও অন্যান্য শহরে উন্মত্ত উদযাপন চলাকালীন ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফ্লেয়ার ও আতশবাজি ফোটানোর পাশাপাশি বহু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাসস্ট্যান্ড ভাঙচুর করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংঘর্ষে আহতদের মধ্যে ২২ জন পুলিশ কর্মকর্তা ও সাতজন দমকলকর্মী রয়েছেন। মোট ২৬৪টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

উদযাপনে সম্ভাব্য উত্তাল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্যারিসজুড়ে প্রায় ৫৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তারপরও থামানো যায়নি সহিংসতা। রাস্তায় নেমে আসা হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago