অনুশীলন বয়কট নিয়ে অচলাবস্থা

‘বল এখন ১৮ ফুটবলারের কোর্টে’

ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও জাতীয় নারী দলের ১৮ সিনিয়র খেলোয়াড় ও প্রধান কোচ পিটার বাটলারের টানাপোড়েন চলমান রয়েছে। এতে বাটলারের অধীনে ওই খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প বয়কটে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

শনিবার বাফুফের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যুক্তরাজ্য থেকে ফিরে বাফুফে প্রধান তাবিথ বৈঠকে বসেছিলেন বিদ্রোহী খেলোয়াড়ের সঙ্গে। তিনি কথা বলেছেন ইংলিশ কোচ বাটলারের সঙ্গেও, যার সঙ্গে দুই বছরের জন্য নতুন চুক্তি করেছে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। গত বৃহস্পতিবার গভীর রাতে মতিঝিলে অবস্থিত বাফুফে কার্যালয়ে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

এর আগে বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের বিদ্রোহের ঘটনার তদন্ত করতে গঠিত সাত সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে তাবিথের কাছে। জানা গেছে, দুই পক্ষেরই ত্রুটি খুঁজে পেয়েছে ওই কমিটি। সিনিয়র খেলোয়াড়রা যেমন শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তেমনি কোচ করেছেন আচরণবিধি লঙ্ঘন।

বৈঠক সত্ত্বেও বাটলারের অধীনে অনুশীলন ক্যাম্প বর্জন করা এবং কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন খেলোয়াড়রা। আজ সকালে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ বিদ্রোহীদের কেউই প্রশিক্ষণে অংশ নেননি।

সাত সদস্যের কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বিদ্রোহীদের অনুপস্থিতিতে মোট ৩৩ জন খেলোয়াড় বাটলারের অধীনে অনুশীলন ক্যাম্প চালিয়ে যাবেন। এদের মধ্যে জাতীয় দলের মূল স্কোয়াড থেকে আছেন ১৩ জন। আর অনূর্ধ্ব-২০ দলের স্কোয়াড থেকে অংশ নিয়েছেন আরও ২০ জন। যারা ক্যাম্পে থাকবেন, তাদের মধ্য থেকেই বাছাই করে নতুন করে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে। সেই দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তিনি যোগ করেছেন, '১৮ জন সম্মানিত খেলোয়াড়কে ক্যাম্পে যোগ দিতে সর্বদা স্বাগত জানাই। বল এখন তাদের কোর্টে।'

বাফুফে সভাপতি যুক্তরাজ্যে থাকাকালীন কিংবা দেশে ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত এই ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। ধারণা করা হচ্ছে, একটি বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় নেবেন।

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

2h ago