জরুরি সভায় অনুপস্থিত ইমরুল, বসুন্ধরার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির (এনটিসি) চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে একটি জরুরি সভা হয়েছে। তবে সেখানে অনুপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি এনটিসির ডেপুটি চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও আছেন।
রোববার বাফুফে কার্যালয়ে ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা বসে। বৈঠক হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পের জন্য বসুন্ধরার খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে।
আগামী মাসে কাঠমুন্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তা সামনে রেখে চলমান প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্লাব বসুন্ধরার ১০ ফুটবলারকে ডাকা হয়েছে। কিন্তু বর্তমানে তাদের অনুপস্থিতিতেই অনুশীলন চলছে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে।
তাবিথ ছাড়া এনটিসির আরও চারজন সদস্য— আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাস রুপু, ইকবাল হোসেন ও ইমতিয়াজ হামিদ সবুজ সভায় সরাসরি উপস্থিত ছিলেন। আরেক সদস্য শাহাদাত হোসেন যুক্ত হন অনলাইনে। কিন্তু চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ইমরুলের সঙ্গে।
সভার পর বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু সংবাদমাধ্যমকে বলেছেন, খেলোয়াড় ছাড়তে বসুন্ধরার প্রতি চিঠি দিয়ে অনুরোধ করা হবে, 'আমাদের সহকর্মী ইমরুল ভাইকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরাকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলের খেলোয়াড়দের দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব।'
বসুন্ধরা কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছে বাফুফে। চিঠির উত্তর কী আসে সেটার ওপর নির্ভর করে তিন-চার দিনের মধ্যে ন্যাশনাল টিমস কমিটির আরেকটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।
কাবরেরা মাত্র ১২ খেলোয়াড়কে নিয়ে অনুশীলন চালাতে থাকায় প্রস্তুতি ক্যাম্পে বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেছেন বাবু। তবে তিনি জানিয়েছেন, ক্যাম্প বন্ধ করা কিংবা আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচগুলো বাতিল করার কোনো পরিকল্পনা নেই বাফুফের।
এর আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পাঠানো বসুন্ধরার সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিকের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতি এবং খেলোয়াড়দের চোটের প্রবণতা কমিয়ে আনতে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে চায় না ক্লাবটি।
Comments