'রিয়াল মাদ্রিদ ছিঁচকাঁদুনে ক্লাব, সারাদিন শুধু অভিযোগ করেই চলে'

লা লিগায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রায় প্রতিটি ক্লাবেরই অভিযোগ থাকে রেফারিং নিয়ে। তবে চলতি মৌসুমে এই বিতর্কের পরিমাণ একটু বেশিই। রিয়াল মাদ্রিদের যেন জন্য ব্যাপারটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাতে বেজায় ক্ষেপে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এমনকি লা লিগা ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে ক্লাবটি।

আর এসব কারণে রিয়ালের উপর পাল্টা ক্ষেপে আছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। আবারও রিয়ালের বিরুদ্ধে তীব্র কথার আক্রমণ করেছেন তিনি। রোববার দ্য অবজেকটিভকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও রেফারিং ও অন্যান্য বিষয় নিয়ে রিয়ালের অভিযোগের প্রসঙ্গ তুলেছেন তিনি।

তেবাস বলেন, 'সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। (স্প্যানিশ ফুটবল) ফেডারেশন এর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। রিয়াল মাদ্রিদ টিভি ও রিয়াল মাদ্রিদ এই বিতর্ক সৃষ্টি করছে এবং ইতিহাস বিকৃত করে ফুটবলকে প্রশ্নবিদ্ধ করছে। সব ক্লাবই অভিযোগ করছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মাদ্রিদ। এটি আগ্রাসী, কথার মারপ্যাঁচ ও বিকৃত গল্প।'

'আমি অনেক রিয়াল মাদ্রিদ ভক্তকে চিনি যারা রিয়ালের এই আচরণের সঙ্গে একমত নন। রিয়াল মাদ্রিদ একটি ছিঁচকাঁদুনে ক্লাব, সারাদিন শুধু অভিযোগ করেই চলে। এই সপ্তাহে কাঁদে, তারপর আবার পরের সপ্তাহেও কাঁদবে। আর সব কিছুর জন্যই তারা কোনো না কোনো ষড়যন্ত্রকে দোষ দেবে,' যোগ করেন লা লিগা সভাপতি।

রিয়ালকে আক্রমণ করলেও রেফারির ভুল দেখছেন তেবাসও। তবে রিয়ালের করা অতিরিক্ত অভিযোগ মানতে নারাজ তিনি, 'ভিএআরের অত্যধিক ব্যবহার করা হচ্ছে। সবকিছু ঠিক আছে হোসে লুইস ঘটনার পর থেকে— যখন (রিয়ালের সভাপতি) ফ্লোরেন্তিনো (পেরেজ) তৎকালীন ফেডারেশন সভাপতি (লুইস) রুবিয়ালেসকে ফোন করেছিলেন— এরপর থেকে এটি (ভিএআর) অতিমাত্রায় ব্যবহৃত হচ্ছে। আমরা রেফারিং ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই।'

'যদি আপনি অন্য ক্লাবগুলোর মধ্যে জরিপ করেন, তারা বলবে যে মাদ্রিদ ও বার্সা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, কিন্তু তাদের এই অভিযোগ প্রচার করার জন্য নিজস্ব টেলিভিশন নেই। কেবলমাত্র রিয়াল মাদ্রিদ টিভিই এই গল্পটি প্রচার করছে,' যোগ করেন তিনি।

রিয়ালের সভাপতি পেরেজের সমালোচনা করে তেবাস আরও বলেন, 'ফ্লোরেন্তিনোর ফুটবল মানুষকে বিভ্রান্ত করে। এটি এক অভিজাত শ্রেণির ফুটবলকে প্রতিনিধিত্ব করে, কেবল ধনীদের জন্য ফুটবল। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, অর্থের বণ্টনও তার মনমতো করতে চান। আমার মাদ্রিদপ্রেম এখন ঘুমন্ত অবস্থায়, তবে মাঝে মাঝে উজ্জীবিত হয়।'

'মাদ্রিদের একাংশ ফ্লোরেন্তিনোর প্রতিটি কাজকে অন্ধভাবে সমর্থন করে ভুল করছে। মাদ্রিদ ভক্তদের স্বাধীন মতামত থাকা উচিত। তবে মাদ্রিদ জিতলে আমিও খুশি হই। যখন তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমি খুব আনন্দিত হয়েছিলাম। আমি একজন মাদ্রিদিস্তা (রিয়ালের সমর্থক), কিন্তু ফ্লোরেন্তিনোর সমর্থক নই,' বলেন তিনি।

সুপার লিগ প্রসঙ্গে লা লিগার প্রধান বলেন, 'আমি রিয়াল মাদ্রিদ ছাড়া কোনো (স্প্যানিশ) লিগ কল্পনা করতে পারি না, এটি অসম্ভব। ফ্লোরেন্তিনো একদম একরোখা ও জেদি মানুষ। সে কখনো হার মানে না। যদি সুপার লিগ সফল নাও হয়, তবুও সে বলবে, সেটিও তার কৃতিত্বেই ঘটেছে। কেউ কেউ বলে, দানি ওলমো বার্সায় খেলছে তার কারণেই!'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago