বার্সেলোনায় মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

বার্সেলোনার তৃতীয় গোলটি এলো আত্মঘাতীর সুবাদে। কিন্তু এই গোলের পুরো কৃতিত্বই যায় রাফিনিয়ার কাছে। প্রায় ২২ গজ দূর থেকে বুলেট গতির নেওয়া শট বারপোস্টে লেগে গোলরক্ষক ইয়ান সোমারের গায়ে লাগে। ভাগ্য সঙ্গ দিলে গোলটি হতে পারতো এই ব্রাজিলিয়ানের নামেই।

তবে গোল না হলেও এই ম্যাচে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বার্সেলোনার দ্বিতীয় গোলে অবদান রেখেই। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচেই অর্থাৎ কোয়ার্টার ফাইনালেই ডর্টমুন্ডের বিপক্ষে গোলে অবদান রেখে কিংবদন্তি লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এবার ছাড়িয়েই গেলেন তাকে।

বুধবার মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার ম্যাচে ফেরান তোরেসের গোলে সহায়তা করেন রাফিনিয়া। যা চলতি চ্যাম্পিয়নস লিগে তার অষ্টম অ্যাসিস্ট। এছাড়া করেছেন ১২টি গোল। মোট ২০ গোলে অবদান (১২টি গোল, ৮টি অ্যাসিস্ট) হয়েছে, যা বার্সেলোনার কোনো খেলোয়াড়ের পক্ষে একক মৌসুমে সর্বোচ্চ।

এর আগে ২০১১-১২ মৌসুমে ১৪টি গোল ও ৫টি অ্যাসিস্ট করে এক মৌসুমে সর্বোচ্চ ১৯টি গোল অবদান রেখে রেকর্ডটি ছিল মেসির। তবে একক মৌসুমে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে ১৭টি গোল ও ৪টি অ্যাসিস্টসহ মোট ২১টি গোল অবদান রেখেছিলেন তিনি।

বার্সার তৃতীয় গোলটি আত্মঘাতী গোল হিসেবে ধরা না হলে রাফিনিয়ার নামের পাশে আরেকটি অবদান যোগ হতে পারতো। সেক্ষেত্রে ছুঁয়ে ফেলতেন রোনালদোকেও। তবে তাকে ছোঁয়ার অন্তত একটি ম্যাচ পাচ্ছেন তিনি। সানসিরোতে দ্বিতীয় লেগে আগামী সপ্তাহেই খেলবে দলটি। 

এ ছাড়াও, এই ২০ গোল অবদানের মাধ্যমে রাফিনিয়া এখন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে বার্সেলোনার সতীর্থ রবার্ট লেভানদোভস্কির পাশে বসেছেন। পোলিশ স্ট্রাইকার ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে একই সংখ্যক (২০টি) অবদান রেখেছিলেন, যে মৌসুমে তারা শিরোপাও জিতেছিল।

এক মৌসুমে সর্বাধিক গোল অবদান (চ্যাম্পিয়ন্স লিগ):

    ক্রিস্তিয়ানো রোনালদো – রিয়াল মাদ্রিদ – ২১ (২০১৩/১৪)

    রাফিনিয়া – বার্সেলোনা – ২০ (২০২৪/২৫)

    ক্রিস্তিয়ানো রোনালদো – ২০ (২০১৫/১৬)

    রবার্ট লেভানদোভস্কি – ২০ (২০১৯/২০)

    লিওনেল মেসি – ১৯ (২০১১/১২)

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

5h ago