এক ম্যাচ জিতেই লাখ টাকার বার্গার পার্টি বার্সেলোনার!

তখন মাত্র শেষ হয়েছে প্রথম লেগের ম্যাচ। দ্বিতীয় লেগ বাকি। জয়ও মাত্র ন্যুনতম গোলে। দেশে না ফিরে লিসবনেই তখন বিজয় উদযাপন করে পার্টি দেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। যেখানে আবার তারা খেয়েছেন লাখ টাকার বার্গার।
পেশাদার খেলোয়াড়রা সাধারণত 'ফাস্ট ফুড' এড়িয়ে চলেন। দলের পুষ্টিবিদের খাদ্য তালিকার বাইরে খাবার খাওয়ার অনুমতি নেই। তবে দা লুজে পাওয়া জয় ছিল অন্যরকম। ম্যাচের প্রায় শুরুতেই দল পরিণত হয় ১০ জনে। তখন মনে হয়েছিল, মোনাকো ম্যাচের হারের কথা। কিন্তু ১০ জন নিয়েই দারুণ লড়াই করে উল্টো জয় তুলে নেয় বার্সেলোনা।
কাতালুনিয়া রেডিওর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক বছরের ব্যর্থতার পর এমন একটি জয় উদযাপনে বার্সার পুষ্টিবিদ ম্যাচের পর খেলোয়াড়দের পছন্দমতো খাবার খাওয়ার অনুমতি দেন। যদিও বেনফিকাকে ঘরের মাঠে হারানোর পর তারা কী খেয়েছে, সে তথ্য জানা যায়নি, তবে লিসবনে ১-০ ব্যবধানে জয়ের পর ৭০০ ইউরোর বার্গার অর্ডার করেছিল! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় লাখ টাকা।
তবে শেষ পর্যন্ত মন্টজুইকে বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে দা লুজে ১-০ ব্যবধানে পাওয়া জয়কে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ৪-১ ব্যবধানে প্রতিপক্ষকে হারায় দলটি।
শেষ কয়েকটি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যায়নি বার্সেলোনার। যে কারণে এবার নতুন নিয়মের ক্লাব বিশ্বকাপেও নেই দলটি। তবে এবার এই আসরে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চলেছে দলটি। তাই একটি দিন নিজেদের মতো খেলোয়াড় উদযাপন করতে পারেন বলেই মনে করেন বার্সা কর্তৃপক্ষ।
Comments