৭২ ঘণ্টার কম বিশ্রামে আর ম্যাচ খেলবে না রিয়াল

Carlo Ancelotti

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলার দুই দিন যেতেই আবার মাঠে নামে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। দলের এই সংগ্রামের জন্য ক্লান্তিকে দায় দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তার দল আর কখনো ৭২ ঘণ্টার কম বিশ্রামের মধ্যে কোনো ম্যাচ খেলবে না বলে জানান তিনি।

ভিয়ারিয়ালের বিপক্ষে আগের দিন কিলিয়ান এমবাপের নৈপুণ্যে ২-১ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই হুয়ান ফয়েথের গোলে পিছিয়ে যাওয়ার পর ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপে। তাতে জয় মিললেও খেলোয়াড়দের শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আনচেলত্তি। ম্যাচে তাদের ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'আমার মনে হয়, আজই শেষবারের মতো আমরা ৭২ ঘণ্টার কম বিরতির মধ্যে কোনো ম্যাচ খেললাম। এর পরে আর এমনটি হবে না। দলটি একেবারে ক্লান্ত, তবে এটি প্রত্যাশিত ছিল। এই বিজয় আমাদের স্কোয়াডের সামর্থ্য ও সম্পদের কথা বলে।'

তবে ম্যাচটি পিছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল রিয়াল রিয়াল। লা লিগার সঙ্গে ম্যাচ সূচি নিয়ে যোগাযোগ করা হলেও এখনো কোনো উত্তর মেলেনি বলে জানান এই ইতালিয়ান কোচ।

বর্তমানে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে তিন পয়েন্ট এগিয়ে, যদিও এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। আজ রাতে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা।

সেই ম্যাচে কেমন ফলাফল চান জানতে চাইলে আনচেলত্তি বলেন, 'আমাদের জন্য আজকের জয়টাই গুরুত্বপূর্ণ ছিল। আগামীকাল আমি খেলা দেখব, তবে শুধুমাত্র একজন ফুটবলপ্রেমী হিসেবে। ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

5h ago