বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা

Hamza Choudhury

এর আগে জাতীয় দলের কোন ফুটবলারের জন্য হয়ত এমন প্রতীক্ষা ছিলো না। হামজা দেওয়ান চৌধুরী আসবেন বলে যেন সাজ সাজ রব বাংলাদেশের ফুটবল অঙ্গনে। অবশেষে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা।

দুপুর ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার দেশে পৌঁছানোর খবর দেওয়া হয়েছে। বাফুফে জানায়, পরিবারের সদস্যসহ হামজা সিলেটে এসে গেছেন।

সিলেট বিমাবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলে বাবার গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে এক রাত কাটাবেন তিনি। হামজাকে বরণ করতে বাহুবলের স্নানঘাট গ্রাম পুরো সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার পর্যন্ত তৈরি করা হয়েছে ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ, করা হয়েছে আলোকসজ্জা।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার। এই ম্যাচের আগে ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলতেন হামজা। চলতি মৌসুমেও খেলেছেন প্রিমিয়ারে। মৌসুমের মাঝামাঝি ধারে লিগ চ্যাম্পিয়নশপের দল শেফিল্ডে যোগ দেন এই মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago