লাল কার্ড না দেখে বিদায় নেব, এটা তো সম্ভব না: রামোস

বয়স ছাড়িয়েছে ৩৮। তবে নিজেকেই কখনো বদলাবেন না বলেই যেন জানিয়ে দিলেন সের্জিও রামোস। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ডিফেন্ডার মেক্সিকান ক্লাব মন্টেরেইয়ের হয়ে খেলতে গিয়ে অযথাই ছেলেমানুষি এক কিকে লাল কার্ড দেখেছেন। এরপর আবার এই কার্ড দেখা নিয়ে মজা করতেও ছাড়েননি এই কিংবদন্তী।

এই ফেব্রুয়ারিতে লিগা এমএক্স-এর নতুন ক্লাবে যোগ দেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা। অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন। পাঁচ ম্যাচেই গোল করেছেন তিনটি। একজন সেন্টার ডিফেন্ডারের কাছে এর চাইতে বেশি কি চাইতে পারে দল। সময়টা কি দারুণই না কাটছিল তার। কিন্তু বরাবরের মতো মেজাজ হারিয়ে দেখলেন লালকার্ড।

সান্তিয়াগো বার্নাব্যুতে অসাধারণ ক্যারিয়ারে তিনি ২৬ বার লাল কার্ড দেখেছিলেন রামোস, যার মধ্যে লা লিগায় রেকর্ড ২০টি লাল কার্ড। অভিজ্ঞতা অর্জন করেও তিনি শান্ত হননি। এবার মধ্য আমেরিকার দেশে খেলতে গিয়ে তার সংগ্রহে আরেকটি লাল কার্ড যুক্ত করলেন।

পুমাসকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর ম্যাচের প্রায় শেষ মুহূর্তে প্রতিপক্ষ গুইলের্মো মার্টিনেজের দিকে বুনো কিক করেন। রামোস অবশ্য তার বহিষ্কারের মজার দিকটি উপভোগ করেছেন এবং সামাজিক মাধ্যমে লিখেছেন, 'এই লিগ থেকে লাল কার্ড না দেখে বিদায় নেব, এটা তো সম্ভব না।'

তবে পুমাসের কোচ এফ্রেইন জুয়ারেজ একেবারে ক্ষুব্ধ, 'তার নাম যাই হোক, সে একজন উদাহরণ হওয়া উচিত। আমাদের দেশের কেউ যদি এটা করত, তাকে ২০ মিনিটেই বের করে দেওয়া হতো, ৯০ মিনিট নয়। এটা আমাকে বিরক্ত করে। আমাদের ফুটবলকে রক্ষা করতে হবে। সে এমন এক তরুণকে কনুই দিয়ে আঘাত করেছে, যে আগের দিন বলেছিল, রামোস তার আইডল।'

সাসপেনশনে অভ্যস্ত রামোস এখন মন্টেরেইয়ের পরবর্তী ম্যাচগুলিতে নিষিদ্ধ থাকবেন। মেক্সিকোতে এক বছরের চুক্তিতে খেলছেন তিনি, তবে তার চুক্তিতে এক্সটেনশনের সুযোগ রয়েছে। যদি তিনি তার সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে চল্লিশোর্ধ্ব বয়সেও খেলে যেতে চান, তবে এই সুযোগ নিতে পারবেন।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago