কোনো তাড়াহুড়া নেই, কয়েক বছর বাংলাদেশে খেলব: হামজা

আনুষ্ঠানিক যাত্রা এখনও শুরু হয়নি। কেবল প্রাথমিক স্কোয়াডে জায়গা মিলেছে। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। তার আগে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেছেন, লাল-সবুজ জার্সিতে অনেক দিন খেলবেন তিনি।
এর আগে শেকড়ের টানে বাংলাদেশে ঘুরতে এলেও এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা। তার আগমনে দেশের ফুটবলপ্রেমীদের মনে আশার জোয়ার বইছে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন এখন প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের। তাদের উন্মাদনার পারদ আরও উঁচুতে ওঠানোর ব্যবস্থা হামজাই এবার করে দিয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা জানিয়ে দিয়ে।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশের হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন হামজা। তার পাশে সেসময় ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি দেশের কোটি কোটি ভক্ত-সমর্থককে আশ্বস্ত করে বলেছেন, 'আমরা একটি মহান জাতি। আমরা যা চাই তা অর্জন করতে পারি, আমাদের কেবল কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই স্তরে যাওয়ার প্রক্রিয়াটিকে সম্মান করতে হবে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমাদের হাতে অনেক সময় আছে, ইনশাআল্লাহ। আমি আরও কয়েক বছর বাংলাদেশের হয়ে খেলব।'
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে বর্তমানে ধারে চ্যাম্পিয়নশিপের (দ্বিতীয় স্তর) ক্লাব শেফিল্ডে খেলছেন হামজা। এখন পর্যন্ত মাঠে নেমেছেন সাতটি ম্যাচে। নিজেকে নিয়ে কোনো বিশেষ প্রত্যাশা রাখছেন না তিনি।
বরং কাবরেরা ইতোমধ্যে যে দলটি তৈরি করেছেন, সেটার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে চাইছেন হামজা, 'আমি খুবই আশাবাদী এবং আমি খুবই রোমাঞ্চিত। আমি ও কোচ বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে যাচ্ছি। তিনি আমাকে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখিয়েছেন। এই দলের কৌশলগত দক্ষতা এবং তারা যেভাবে আক্রমণাত্মক দল তৈরি করছে, সেসব দেখে আমি ভীষণ অবাক। আমি আশাবাদী, দলে বাড়তি কিছু যোগ করতে পারব।'
লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা জিতেছেন এফএ কাপের শিরোপা। প্রিমিয়ার লিগের পাশাপাশি খেলেছেন ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।
সতীর্থদের কাছ থেকেও শেখার প্রত্যাশা রেখেছেন হামজা, 'আমি অন্য একটি লিগ থেকে এসেছি। আমি ভিন্ন ঘরানার ফুটবল খেলি। অধিনায়ক জামালসহ এখানকার খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবলে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এবং অভিজ্ঞতার মূল্য অনেক। তাই আমি তাদের কাছ থেকেও শিখতে এসেছি। ইনশাআল্লাহ, আমরা সফল হতে পারব এবং আমরা ধাপে ধাপে এগোতে চাই।'
Comments