বাংলাদেশের হয়ে হামজার প্রথম অনুশীলন সেশন

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে প্রথম দিন কেটেছে হবিগঞ্জে পরিবারের সঙ্গে। একদিন পর জাতীয় দলে যোগ দেওয়া হামজা চৌধুরী বুধবার দুপুরে হাজির হন সংবাদ সম্মেলনে। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় তাকে সতীর্থদের সঙ্গে প্রথমবার অনুশীলনে দেখা যায়।

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে অনুশীলনে হামজা পরেন ৮ নম্বর জার্সি। এই জার্সিতেই বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে নামতে দেখা যাবে তাকে।

আগামীকাল বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে কিংস অ্যারেনায় প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টা থেকে চলে এই অনুশীলন সেশন।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

সব কিছু ঠিক থাকলে ওই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির পক্ষে খেলা ২৭ বছর বয়সী মিডফিল্ডার হামজার।

বর্তমানে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা ভারতের বিপক্ষে জেতার আশা ব্যক্ত করেছেন।
Comments