নিষেধাজ্ঞা ও চোট: আর্জেন্টিনা ম্যাচে বিকল্প খেলোয়াড়ের খোঁজে দরিভাল

ছবি: এএফপি

কলম্বিয়াকে হারানোর পর ব্রাজিলের নজর এখন আর্জেন্টিনার দিকে। আগামী ২৬ মার্চ বুয়েন্স এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে আতিথ্য নেবে তারা। বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে দরিভাল জুনিয়রকে কিছু হিসাবনিকাশ মেলাতে হবে। কারণ, নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল ও ব্রুনো গিমারেস। চোট পাওয়া গেরসন ও অ্যালিসনকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

এই চারজনই কলম্বিয়ার বিপক্ষে ছিলেন ব্রাজিলের প্রথম একাদশে। সেলেসাওদের কোচ দরিভালের তাই প্রয়োজন বিকল্প খেলোয়াড়। উপযুক্ত বদলি খোঁজার কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমরা এর মধ্যেই বিকল্প পেতে খোঁজখবর শুরু করে দিয়েছি। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরিবর্তনগুলো সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করব। যারা এখন দলের সঙ্গে আছেন, বিকল্প হিসেবে তাদেরকে আমরা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। আর দরকার পড়লে আমরা বাইরে থেকেও খেলোয়াড় খুঁজে আনব।'

শুক্রবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাসিলিয়ায় তারা জিতেছে ২-১ ব্যবধানে। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। এরপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। শেষমেশ ম্যাচের ৯৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

সংশয় উড়িয়ে পূর্ণ পয়েন্ট প্রাপ্তির আনন্দ মিললেও অস্বস্তির কাঁটাও বিঁধেছে দরিভালের মনে। ম্যাচের ১৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার গিমারেস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে একই ভাগ্য বরণ করতে হয় আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে। চলমান বাছাইপর্বে দুজনেরই এটি দ্বিতীয় হলুদ কার্ড। তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। ফলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা হচ্ছে না তাদের।

শৃঙ্খলাজনিত শাস্তির পাশাপাশি চোট হানা দিয়েছে ব্রাজিল শিবিরে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে বাইরে বেরিয়ে যান ফ্যামেঙ্গোর মিডফিল্ডার গেরসন। তিনি ঊরুর চোটে ভুগছেন। তার জায়গায় মাঠে নামেন জোয়েলিন্তন। এরপর ৭১তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান অ্যালিসন। কিছুটা সময় শুশ্রূষা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি। লিভারপুল গোলরক্ষকের জায়গায় সুযোগ পান বেন্তো।

উল্লেখ্য, চোটের কারণে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এর আগে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে। তাদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদারসন, ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডার দানিলো ও সান্তোস ফরোয়ার্ড নেইমার।

Comments

The Daily Star  | English
yunus calls on youth to join politics

Yunus urges young people to engage more in politics

Yunus made the call when a group of young political activists from different political parties of Norway called on him at the state guest house Jamuna today

1h ago