ক্লাব বিশ্বকাপ জিতলেও আমরা বোনাস পাওয়ার যোগ্য নই: গার্দিওলা

তারকায় ঠাসা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে ভীষণভাবে ধুঁকছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার আশা শেষ তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তারা বিদায় নিয়েছে। এমন বিবর্ণ পারফরম্যান্স নিয়ে যারপরনাই হতাশ দলটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, আগামী ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তারা বোনাস পাওয়ার যোগ্য নন।

নতুন আঙ্গিকে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবার। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য আসরে ছয়টি মহাদেশ থেকে অংশ নেবে ৩২টি দল। ইংল্যান্ডের ম্যান সিটি খেলবে 'জি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালির জুভেন্তাস, মরক্কোর ওয়াইদাদ ও সংযুক্ত আরব আমিরাতের আল আইন।

প্রতিযোগিতাটির জন্য সব মিলিয়ে ৭৭ কোটি ৫০ লাখ ইউরোর বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে ক্লাব বিশ্বকাপজয়ীরা সর্বোচ্চ ৯ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারে। মোট প্রাইজমানির ৪০ কোটি ৭০ লাখ ডলার অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। বাকি ৩৬ কোটি ৮০ লাখ ডলার মিলবে পারফরম্যান্সের ভিত্তিতে।

চলমান মৌসুমে দারুণ শুরুর পর গত নভেম্বর থেকে পথ হারিয়ে ফেলেছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে তারা রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৪৮ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্ব থেকে তারা ছিটকে গেছে। কারাবাও কাপ থেকেও বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের। তারা টিকে আছে কেবল এফএ কাপে। আরও একটি শিরোপা জয়ের সুযোগ আছে ম্যান সিটির সামনে— ক্লাব বিশ্বকাপ।

তবে গার্দিওলা মনে করেন, ওই প্রতিযোগিতায় জিতলেও পুরো অর্থ সিটিজেনদের কোষাগারে যাওয়া উচিত। খেলোয়াড়, কোচ ও স্টাফদের কোনো বোনাস পাওয়া উচিত নয়, 'এই মৌসুমে আমরা বোনাস পাওয়ার যোগ্য নই। যদি আমরা ক্লাব বিশ্বকাপ জিতি, আমি জানি না সেটা কত টাকার ব্যাপার, কিন্তু এটা ক্লাবের জন্য। কোচ, স্টাফ ও খেলোয়াড়রা এটার যোগ্য নয়।'

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে হলে বিবর্ণতা ঝেড়ে নিজেদের সেরা ফর্মে ফিরতে হবে গার্দিওলার দলকে। কারণ, সেখানে ইউরোপ মহাদেশ থেকে আরও অংশ নেবে রিয়াল মাদ্রিদ, চেলসি, পিএসজি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। আর ইউরোপের বাইরে থেকে খেলবে বোকা জুনিয়র্স, রিভারপ্লেট, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও ইন্টার মায়ামির মতো দল।

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

1h ago