ক্লাব বিশ্বকাপে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

Cristiano Ronaldo

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন এই টুর্নামেন্টে তিনি অংশ নিচ্ছেন না। যদিও কিছু ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছড়িয়েছিল যে আল-নাসরের সঙ্গে চুক্তি শেষের পর রোনালদো এমন কোনো ক্লাবে যোগ দিতে পারেন যারা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন, যা এই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছিল। ব্রাজিলিয়ান কিছু ক্লাব থেকেও তার কাছে প্রস্তাব এসেছিল বলেও জানা যায়।

তবে, শনিবার (৭ জুন, ২০২৫) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোনালদো তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, 'আমি ক্লাব বিশ্বকাপে থাকব না। কিছু দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিছু প্রস্তাব যুক্তিযুক্ত ছিল, আবার কিছু ছিল না। তবে আপনি সবকিছু করতে পারেন না।'

তিনি আরও যোগ করেন, 'ক্লাব বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।'

রোনালদো বর্তমানে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে উয়েফা নেশন্স লিগ ফাইনাল খেলতে ব্যস্ত রয়েছেন। রোববার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

34m ago