হালান্ড কতদিন মাঠের বাইরে থাকবেন, জানালেন গার্দিওলা

ছবি: এএফপি

চলমান মৌসুমে ধুঁকতে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মাথাব্যথা আরও বাড়ল। গোড়ালির চোটে পড়া নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ছিটকে গেলেন লম্বা সময়ের জন্য। তার মাঠে ফিরতে সাত সপ্তাহের সময় লাগতে পারে বলে জানালেন দলটির কোচ পেপ গার্দিওলা।

গত রোববার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পান হালান্ড। ৪৯তম মিনিটে সমতাসূচক গোলের পর ৬০তম মিনিটে বদলি করা হয় তাকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নেয় সিটিজেনরা।

ম্যাচশেষে ২৪ বছর বয়সী হালান্ডকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। সেসময় বাঁ পায়ে প্রোটেক্টিভ বুট পরে ছিলেন তিনি। এরপর পরীক্ষানিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তার চোট বেশ গুরুতর।

আগামীকাল বুধবার রাতে ম্যান সিটি নিজেদের আঙিনায় মুখোমুখি হবে লেস্টার সিটির। প্রিমিয়ার লিগের ম্যাচটির আগে গার্দিওলা কথা বলেন শিষ্যের চোট নিয়ে, 'চিকিৎসকরা আমাকে বলেছে যে, (হালান্ডের মাঠে ফিরতে) অন্তত পাঁচ থেকে সর্বোচ্চ সাত সপ্তাহের মতো সময় লাগবে। তাই আশা করি, মৌসুমের শেষদিকে অথবা ক্লাব বিশ্বকাপের আগে সে সুস্থ হয়ে উঠবে।'

এই মৌসুমে চোটের সঙ্গে বারবার লড়াই করতে হচ্ছে সিটিকে। মৌসুমের শুরুতে পুরো মৌসুমের জন্য ছিটকে যান ব্যালন দি'অরজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। জন স্টোনস, রুবেন দিয়াস ও কেভিন ডি ব্রুইনাসহ আরও কয়েকজনকে বিভিন্ন সময়ে চোটে ভুগেছেন।

এবার গার্দিওলা হারালেন তার স্কোয়াডের শীর্ষ গোলদাতাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে হালান্ড করেছেন ৪০ ম্যাচে ৩০ গোল। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে বোর্নমাউথের বিপক্ষে তিনি একটি পেনাল্টি মিস করেন এবং দুটি বড় সুযোগ নষ্ট করেন।

এফএ কাপই এবারের মৌসুমে সিটির একমাত্র ট্রফি জয়ের সুযোগ। কারণ, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তারা রয়েছে পঞ্চম স্থানে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ থেকে আগেভাগেই বিদায় নিয়েছে দলটি।

যুক্তরাষ্ট্রের মাটিতে ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন। আসরের গ্রুপ পর্বে ম্যান সিটির প্রথম ম্যাচ মরক্কান ক্লাব উইদাদের বিপক্ষে ১৮ জুন। এর আগেই হালান্ড মাঠে ফিরে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

5h ago