পেদ্রিকে অভিবাদন, অ্যাতলেতিকো ভক্তদের কাছ থেকেও!

ঘরের মাঠে প্রথম লেগের রোমাঞ্চকর ড্রয়ের পর প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। তাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দলটি পেয়েছে ফাইনালের টিকিট। ম্যাচে বরাবরের মতো মুগ্ধতা ছড়িয়েছেন পেদ্রি গঞ্জালেজ। এমনকি এই কানারিয়ান মিডফিল্ডারের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান অ্যাতলেতিকোর ভক্তরাও।
ম্যাচের ৭৬তম মিনিটে পেদ্রি টানা দুটি অসাধারণ মুভ প্রদর্শন করেন, যা শুধুমাত্র গ্যালারিতে উপস্থিত বার্সেলোনার ৩০০ সমর্থকই নয়, বরং পুরো মেত্রোপোলিতানো স্টেডিয়ামকে মোহিত করে। বলের দখল নিয়ে প্রতিপক্ষের চাপের মধ্যে অসাধারণ দক্ষতায় স্পিন ও ছোট ছোট ড্রিবলিং করে বল ধরে রাখেন। একে একে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পাশ কাটিয়ে নিখুঁতভাবে বল নিয়ন্ত্রণ করেন।
এই দৃশ্য দু'বার ঘটার পর, গ্যালারি জুড়ে ধ্বনিত হতে থাকে— "পেদ্রি! পেদ্রি! পেদ্রি!" প্রথমে বার্সা সমর্থকদের কণ্ঠে, এরপর পুরো অ্যাতলেতিকো সমর্থকরাও সম্মোহিত হয়ে একইভাবে তার নাম ধরে চিৎকার করতে থাকে। ফুটবলের এমন জাদুকরী মুহূর্তের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না, সবাই একসঙ্গে উপভোগ করেন পেদ্রির অসাধারণ নৈপুণ্য।
অ্যাতলেতিকো ভক্তরা, যারা সবসময় তাদের খেলোয়াড়দের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করে, এবার নির্দ্বিধায় স্বীকার করে নেন স্পেনীয় মিডফিল্ডারের অসাধারণ প্রতিভা। এটা এক ধরনের প্রতিদানও—২০১৩-১৪ মৌসুমে ন্যু ক্যাম্পে লা লিগার শেষ ম্যাচে অ্যাতলেতিকো যখন শিরোপা উদযাপন করেছিল, তখন বার্সা সমর্থকরাও তাদের জন্য করতালি দিয়েছিল। সেই ঐতিহাসিক ১৭ মে, ২০১৪ সালের দৃশ্যের প্রতিধ্বনিই যেন এবার ফিরে এলো।
ম্যাচ শেষে বার্সা সমর্থকরা গ্যালারি থেকে গান গেয়ে ও নেচে উদযাপন করেন, আর খেলোয়াড়রাও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন হাত নাড়িয়ে। ফুটবল আবারও প্রমাণ করল, খেলাটির আসল সৌন্দর্য কেবল জয়-পরাজয়ে নয়, বরং শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যেও নিহিত।
Comments