লিভারপুলেই থাকছেন সালাহ

Mohamed Salah

গুঞ্জন ছিলো মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত সেই গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়েসী মিশরীয় ফরোয়ার্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে সালাহর সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাদের।

ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে নতুন চুক্তিতে আগামী ২০২৭ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই তারকা। 

পুরো মৌসুম জুড়েই এই ফরোয়ার্ডের অ্যানফিল্ডে থাকার সমাপ্তি ঘটতে পারে এমন জল্পনা চলছিল, সালাহ নিজেই ডিসেম্বরে বলেছিলেন যে চুক্তি 'অনেক দূরে'।

লিভারপুল ছেড়ে সালাহ মোটা অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যেতে পারেন বলেও খবর বেরিয়েছিলো। সেসব খবরে দাবি করা হয়েছিলো সালাহকে পেতে ২১৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে আল-ইত্তিহাদ।

আপাতত সব জল্পনার যবনিকাপাত ঘটিয়ে সালাহ শুক্রবার বিবৃতিতে বললেন, 'অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের এখন একটি দুর্দান্ত দল রয়েছে। এর আগেও আমাদের একটি দুর্দান্ত দল ছিল। তবে আমি চুক্তিতে স্বাক্ষর করেছি কারণ আমি মনে করি আমাদের আরও ট্রফি জেতার এবং ফুটবল উপভোগ করার সুযোগ রয়েছে।'

৮ মৌসুম ধরে লিভারপুলে খেলছেন সালাহ। এই ক্লাবেই দশক কাটাতে চলা ফরোয়ার্ড মনে করেন তার জীবনের সেরা সময় কেটেছে অল রেডসদের হয়ে, 'এটা দুর্দান্ত, আমার সেরা বছরগুলি এখানে কেটেছে। আমি আট বছর খেলেছি, আশা করি এটি ১০ বছর হবে। এখানে জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলি কেটেছে।'

সালাহ লিভারপুলের ভক্তদের প্রতিও জানিয়েছেন ভালোবাসা, 'আমি [ভক্তদের] বলতে চাই, এখানে থাকতে পেরে খুবই, খুবই খুশি। আমি বিশ্বাস করি আমরা এক সঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি। আমাদের সমর্থন করে যান এবং আমরা আমাদের সেরাটা দেব, এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিতব।'

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দারুণ সময় কাটছে লিভারপুলের। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে, দুইয়ে থাকা আর্সেনাল থেকে ১১ পয়েন্টে এগিয়ে লিভারপুল। লিগ শিরোপা জেতা এখন দলটির জন্য সময়ের অপেক্ষা।

চলতি মৌসুমে দারুণ সময় কাটছে সালাহরও। সব আসর মিলিয়ে ৪৫ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন ২২টি।

এদিকে সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইকও লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন। তিনিও ২০২৭ পর্যন্ত থাকছেন অ্যানফিল্ডে। তার চুক্তি চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Comments

The Daily Star  | English

US takes in $87b from tariffs in first half of 2025

More than $87 billion in tariff revenue collected by end of June, surpassing $79 billion total for all of 2024

51m ago