ফুটবলে থিয়েটার ক্লাব বলে কিছু নেই: এন্দ্রিককে আনচেলত্তি

একেবারে ফাঁকায় গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন এন্দ্রিক। কিন্তু ভালো শট নিলেও তেমন জোর ছিলো না। গোলরক্ষক হাত ছোঁয়াতে পাড়ায় গতি কমে যায়। পরে এক ডিফেন্ডার তা ঠেকিয়ে দেন গোলমুখ থেকে। তবে এই ধরণের সুযোগ থেকে গোল আদায় করে নিতে না পারায় এই তরুণ ব্রাজিলিয়ানের উপর অসন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি।
গেতাফের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্দা গুলার। তবে সতীর্থরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান হতে পারতো আরও বড়।
ম্যাচ ম্যাচ হওয়ার কয়েক মিনিট পরই সাংবাদিকদের মুখোমুখি হন কোচ আনচেলত্তি। কঠিন হলেও গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে লা লিগা শিরোপার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখে রিয়াল। সাংবাদিকরা যখন এন্দ্রিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন, তখন আনচেলত্তি তার প্রতি একটু কটাক্ষ করেই মন্তব্য করেন।
"সে (এন্দ্রিক) দুটো সুযোগ পেয়েছিল। প্রথমটিতে সে সম্ভবত এর চেয়ে ভালো কিছু করতে পারত না, আর দ্বিতীয়টা হয়তো অফসাইড ছিল। তবে বাস্তবে সে এই ধরণের কাজ করতে পারে না। সে এখনো তরুণ, তাকে শিখতে হবে। তার উচিত যত জোরে সম্ভব শট নেওয়া, এবং থিয়েটার ক্লাবের 'কোলপো' (আঘাত) দেওয়ার ভান করা নয়। ফুটবলে থিয়েটার ক্লাবের অস্তিত্ব নেই," বলেন এই ইতালিয়ান কোচ।
ম্যাচের গুরুত্ব বিবেচনা করে গেতাফের বিপক্ষে শুরুর লাইনআপে এন্দ্রিকের অন্তর্ভুক্তি ছিল কিছুটা হলেও বিস্ময়কর। কারণ একটি হোঁচটই শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে পারে রিয়ালকে। তবে তরুণ ব্রাজিলিয়ান সক্রিয় ছিলেন এবং চেষ্টাও করেছেন, কাঙ্ক্ষিত সাফল্যের দেখা তেমনভাবে পাননি।
Comments