বার্সার বিপক্ষে ফাইনালে অনিশ্চিত রিয়ালের আলাবা ও কামাভিঙ্গা

কঠিন হলেও গেতাফের বিপক্ষে স্বস্তির জয় মিলেছে রিয়াল মাদ্রিদের। তাতে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে আছে দলটি। কিন্তু এই জয় ছিল কিছুটা মূল্য চোকানোর মতো। কারণ ম্যাচ চলাকালীন সময়ে চোট পেয়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দুজনই।
আগামী শনিবারের কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে আলাবা ও কামাভিঙ্গার না-খেলার সম্ভাবনাই বেশি। তাতে কিছুটা হলেও চাপে আছেন কার্লো আনচেলত্তি। কারণ চোটে অনিশ্চিত ফেরলান্ড মেন্ডি ও কিলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'কাল (আজ) মেডিকেল রিপোর্ট দেখেই নিশ্চিত হওয়া যাবে, তবে আলাবা ও কামাভিঙ্গা দুজনেরই পায়ের মাসল ইনজুরি হয়েছে এবং তাদের ফাইনালে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।'
মেন্ডি, আলাবা ও কামাভিঙ্গা যদি ফাইনালে খেলতে না পারেন, তাহলে আনচেলত্তিকে সম্ভবত বামপাশের ডিফেন্স সামলানোর দায়িত্ব দিতে হতে পারে ফ্রান্সিস্কো গার্সিয়াকে। যার বড় চ্যালেঞ্জ হবে বার্সেলোনার ১৭ বছর বয়সী উদীয়মান তারকা লামিন ইয়ামালকে থামানো।
বার্সেলোনা বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে, তাদের পয়েন্ট ৭৬—রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট বেশি, আর বাকি আছে ৫টি ম্যাচ। পাশাপাশি তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে, চোখ রাখছে ট্রেবল জয়ের দিকে।
এর আগেও এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ী হয়েছে বার্সেলোনা। অক্টোবরের লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ ব্যবধানে জয় পায় দলটি। এবং জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপে তাদের জয় ৫-২ গোলে।
তবে আনচেলত্তি আশাবাদী, 'কেউ একজন হয়তো ফেভারিট হতে পারে, কিন্তু ফাইনাল মানেই যে কেউ জিততে পারে। আমাদের ভালোভাবে রক্ষা করতে হবে, তবে সামনের দিকেও সুযোগ পাব। আজকের জয় আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রথমার্ধ ছিল চমৎকার, শেষদিকে একটু কঠিন ছিল, কিন্তু আমরা জিতেছি।'
Comments