‘এ কারণেই আমরা ফুটবল ভালোবাসি’

২-২ গোলে সমতায় ম্যাচ তখন টাইব্রেকারে গড়ানোর অপেক্ষায়। অতিরিক্ত সময়েরও একদম শেষ দিকে আচমকা শটে দুর্দান্ত গোল করেন জুলস কুন্দে। ম্যাচ জেতানো এই গোলের পর আনন্দে ভাসছেন বার্সেলোনা তারকা, বলছেন এমন মুহূর্তের জন্যই বেঁচে থাকা, এই কারণে ফুটবল ভালোবাসা।
গত রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। জয়ের নায়ক কুন্দে রোমাঞ্চকর এল ক্ল্যাসিকো শেষে গণমাধ্যমকে বলেন, 'গোল করার পর আমি কেবল সব দিকে দৌড়াতে থাকি, সমর্থকদের এবং আমার সতীর্থদের সঙ্গে যোগ দিতে, এটাই আমাদের জীবন, এ কারণেই আমরা ফুটবল ভালোবাসি, এটি এই ধরণের আবেগ নিয়ে আসে।'
১১৬ মিনিটে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো জোরালো শটে লক্ষ্যভেদ করেন কুন্দে। এরপর রিয়ালের আর ম্যাচে ফেরার সময় ছিলো না। এই গোলকে জীবনের অন্যতম সেরা মনে করেন তিনি, 'আমার গোলের জন্য এটি সত্যিই একটি বিশেষ সন্ধ্যা। আমি দেখেছিলাম (লুকা মদ্রিচ) ঐ পাসটি দিতে যাচ্ছে, আমি তা অনুমান করেছিলাম, আমার ডানদিকে খেলোয়াড়দের দেখেও মনে হলো আমি শট নেব এবং সেটি ভালোভাবেই হলো।'
কুন্দে বলেন, ২-১ গোলে পিছিয়ে থাকার পরও বার্সার ঘুরে দাঁড়িয়ে জয় প্রমাণ করে তাদের দৃঢ়তা, 'আমি খুবই খুশি, দলের জন্য গর্বিত, আমরা আবারও চরিত্র দেখিয়েছি, আমরা দেখিয়েছি আমরা কেমন দল।'
'এমনকি প্রতিকূলতার মধ্যেও আমরা লড়াই করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো দল কতটা নিবেদিত... সবাই লড়াই করে।'
বার্সেলোনা এই মৌসুমে সম্ভাব্য চারটি শিরোপা জয়ের আশা করছে, জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জেতার পর লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এখনও তাদের নাগালে আছে।
সভাপতি হুয়ান লাপোর্তা বলেন, 'এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি, আমরা বার্সেলোনার সমর্থকদের আনন্দ ফিরিয়ে দিয়েছি, এতে কোনো সন্দেহ নেই।'
'এটি অত্যন্ত গর্বের একটি দিন... আমি সত্যিই খুশি, আমাদের যে দল আছে, আমাদের যে ক্লাব আছে, তার জন্য আমি সত্যিই গর্বিত।'
Comments