রাশফোর্ড-দিয়াজকে পছন্দ বার্সেলোনার: ডেকো

গত জানুয়ারি থেকেই বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মার্কাস রাশফোর্ড। অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজকে দলে ভেড়াতে আগ্রহী কাতালান ক্লাবটি। তবে এ দুইজনকেই তাদের পছন্দ বলে জানিয়েছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো।
তবে দিয়াজকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়ার ইঙ্গিত এখনো নেই। লিভারপুলের হয়ে এখনও দুই বছরের চুক্তি বাকি রয়েছে এই কলম্বিয়ানের। অন্যদিকে রাশফোর্ডকে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে পাওয়া যেতে পারে বলে জানা গেছে।
কাতালান রেডিও স্টেশন আরএসিওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেকো বলেন, 'আমরা লুইস দিয়াজকে পছন্দ করি, মার্কাস রাশফোর্ডকেও পছন্দ করি, আরও অনেক খেলোয়াড়ই আমাদের পছন্দ। যখন আমরা বাজারে যাই, তখন এমন কিছু নাম থাকে যারা দলের মান বাড়াতে পারে — সেটা আমরা জানি।'
সম্প্রতি লা লিগা শিরোপা জয়ের পর হ্যান্সি ফ্লিকের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা। গুঞ্জন রয়েছে দিয়াজকে দলে আনার ব্যাপারে মত দিয়েছেন এই জার্মান কোচ। তবে নতুন উইঙ্গার আনার আগে ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে বর্তমান তরুণ খেলোয়াড়দের চুক্তি নবায়ন করা।
এই প্রসঙ্গে ডেকো বলেন, 'আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো ঘরের ছেলেদের ধরে রাখা — পেদ্রি, গাভি, (রোনালদ) আরাহো, রাফিনহা, (জুলস) কুন্দে— এদের চুক্তি নবায়ন করা। আমি বুঝি, সবাই স্বাক্ষর বলতে বিদেশি খেলোয়াড়দের বোঝে। কিন্তু আমার কাছে চুক্তি নবায়নও স্বাক্ষরের মতোই গুরুত্বপূর্ণ। লামিনে (ইয়ামাল)-এর চুক্তি নবায়ন ইতিহাসের সেরা সাইনিং।'
'এরপর যদি দলকে আরও শক্তিশালী করা যায়, সেটা ভালো। এবারের মৌসুম থেকে যা বোঝা গেছে, সেটা হলো আমাদের দলে কিছুটা ভিন্ন ধাঁচের একজন খেলোয়াড় দরকার, যিনি ফরোয়ার্ডদের সহায়তা করতে পারবেন। ফারমিন (লোপেজ) উইঙ্গার হিসেবে খেলেছেন এবং ভালো করেছেন। স্কোয়াডের গঠন অনেকটাই নির্ভর করবে বাজার পরিস্থিতির ওপর,' যোগ করেন ডেকো।
Comments