ট্রান্সফার লাইভ: রদ্রিগো, উইর্টজ, দিয়াজ, ডি ব্রুইনে, এঞ্জো, রাফিনিয়া, মদ্রিচ, নুনেজ

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম প্রায় শেষের পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
রদ্রিগোকে দলে চায় আর্সেনাল
রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী এই ফুটবলারের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল ইতোমধ্যেই তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গ্রীষ্মকালীন দলবদলে তার দলবদলের সম্ভাবনা জোরালোভাবে আলোচনায় রয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন উইর্টজ
বায়ার লেভারকুসেনের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ আগামী ১০ দিনের মধ্যেই তার ভবিষ্যৎ ক্লাব নির্ধারণ করবেন। জার্মান পত্রিকা 'কিকার'-এর প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সী এই জার্মান তারকা বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে যাচ্ছেন। উভয় ক্লাবই তাকে দলে ভেড়াতে আগ্রহী।
লুইস দিয়াজকে দলে চায় বার্সেলোনা
লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে বার্সেলোনা। ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, ২৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে অ্যানফিল্ডের আরও দুই বছরের চুক্তি থাকলেও, কাতালান ক্লাবটি তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে।
দিয়াজ চলে গেলে বিকল্প ভাবনায় ফোফানা
লুইস দিয়াজ লিভারপুল ছাড়লে বিকল্প হিসেবে বেলজিয়ান উইঙ্গার মালিক ফোফানার দিকে নজর দিয়েছে ক্লাবটি। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ২০ বছর বয়সী অলিম্পিক লিওঁর এই খেলোয়াড়কে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডি ব্রুইনেকে দলে নিতে আগ্রহী নাপোলি ও শিকাগো ফায়ার
ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনে। টকস্পোর্টস জানিয়েছে, ৩৩ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডারকে ফ্রি এজেন্ট হিসেবে দলে টানতে আগ্রহী নাপোলি ও মেজর লিগ সকার ক্লাব শিকাগো ফায়ার। দুই ক্লাবের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
এঞ্জোকে ছাড়তে নারাজ চেলসি
আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে ধরে রাখার সিদ্ধান্তে অটল চেলসি। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে এই গ্রীষ্মে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। তবে প্রিমিয়ার লিগ ক্লাবটি তাকে ছাড়তে একদমই আগ্রহী নয়।
বার্সেলোনায় নতুন চুক্তিতে সই করছেন রাফিনিয়া
স্পোটিফাই ক্যাম্প ন্যুতে হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি স্বাক্ষরের পর এবার পালা রাফিনিয়ার। মুন্দো দিপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, আজ বার্সা সভাপতি জোয়ান লাপোর্তার অফিসে হাজির হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত ১৪ ডিসেম্বর ২৮ বছরে পা দেওয়া রাফিনিয়া আরও এক মৌসুমের জন্য চুক্তি বাড়াচ্ছেন, যার ফলে ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।
রিয়াল ছাড়ার দ্বারপ্রান্তে মদ্রিচ
রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকা মদ্রিচের দীর্ঘ যাত্রা হয়তো এবার শেষের পথে। কাদেনা কপের প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হতে পারে বার্নাব্যুতে তার শেষ ম্যাচ। রিয়াল কিংবদন্তি এই ক্রোয়াট মিডফিল্ডার ক্লাব ছাড়ার চিন্তা করছেন বলে জানা গেছে।
অ্যাতলেতিকোতে যেতে চান নুনেজ
লিভারপুল ছাড়তে চান উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজ। স্প্যানিশ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী এবং মনে করেন, দিয়েগো সিমিওনের অধীনে তিনি তার সেরা ফর্মে ফিরতে পারবেন। অ্যাতলেতিকো এই মুহূর্তে তার সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে আলোচনায় উঠে এসেছে।
Comments