বাটলারের দলে ৯ ‘বিদ্রোহী’ ও ৩ নতুন মুখ

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। তার দলে রয়েছেন ৯ 'বিদ্রোহী' ফুটবলার। এছাড়া, তার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ।

'বিদ্রোহী' ৯ ফুটবলার হলেন রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সাগরিকা। আর তিন নতুন মুখ হচ্ছেন— গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।

মাঝে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিলেন ১৮ জন খেলোয়াড়। কোচকে ছাঁটাইয়ের দাবিতে কঠোর অবস্থানে ছিলেন তারা। সেই অবস্থান থেকে ফিরলেও অনেকেই জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি।

সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার— পাঁচ সাফজয়ী ফুটবলারের জায়গা হয়নি বাটলারের দলে। সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জন— আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা ও নবীরন খাতুনকে তিনি রেখেছেন স্কোয়াডে।

মায়ানমারে আগামী ২৩ জুন থেকে শুরু হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব। 'সি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক

রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার

শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি

মিডফিল্ডার

মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি

ফরোয়ার্ড

ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা, নবীরন খাতুন ও উমেলা মারমা।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

18h ago