৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিল বাংলাদেশ

ছবি: বাফুফে

দৃঢ়তা ও শৃঙ্খলার পরিচয় দিয়ে দারুণ ফল বের করে আনল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিল তারা।

শনিবার জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা।

প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার মুখোমুখি হওয়া বাংলাদেশ দল উপহার দেয় উজ্জীবিত পারফরম্যান্স। ঋতুপর্ণা চাকমা-রুপনা চাকমারা মেলে ধরেন নিজেদের। পরিসংখ্যানেও সেটার প্রমাণ মেলে। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি।

গোলমুখে বাংলাদেশ শট নেয় ১৫টি। এর মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ইন্দোনেশিয়া নয়টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। তবে ম্যাচের শেষদিকে একবার তারা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩ নম্বরে। অন্যদিকে, ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া জাতীয় নারী ফুটবল দল রয়েছে ৯৪তম স্থানে।

আগামী ৩ জুন ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ জর্ডান। স্বাগতিকরা র‍্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকায় বাংলাদেশকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান সফর করছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago